ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ পেলেন ইরফানূল আলম জিকু

ইরফানূল আলম জিকু। ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।  এছাড়াও তিনি নীলফামারী জেলার সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে সংগঠনটির কেন্দ্রিয় দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে ।

জিকু চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা  গ্রামে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে উঠা এ শহরেই।  ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আলমের জৈষ্ঠ্য পুত্র  ইরফানূল আলম জিকু চট্টগ্রামের নিমতলা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং পরবর্তিতে একই কলেজ থেকে সম্মান ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন।

সাংগঠনিক জীবনে মোঃ ইরফানূল আলম জিকু  চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক দায়িত্ব পালন করেন। সাংগাঠনিক দক্ষতা এবং যোগ্যতায় তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে চলমান  আন্দোলন সংগ্রামে যেমন তার ভূমিকা ছিল তেমনি দেশব্যাপি জঙ্গী হামলা প্রতিবাদে রাজপথে ছিল সরব অবস্থান।

জিকুর এই প্রাপ্তিতে সাবেক কেন্দ্রিয় ও মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন থানা, ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দগণ অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন