‘দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাতটি জেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করে বলেছেন, আমাদের লক্ষ্য দেশে আর একটি মানুষও গৃহহীন থাকবে না। এ সরকার দেশের সকল মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। সবার জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করা হবে, অন্তত একটি করে টিনের ঘর হলেও আমরা করে দেব।

শেখ হাসিনা বুধবার (৩ মে) গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনকালে একথা বলেন। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই প্রকল্পের উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের পূর্বে দেশের একটি লোকও আর গৃহহীন থাকবে না।

গুচ্ছগ্রামগুলো হচ্ছে- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন সানিয়াজং, লালমনিরহাট সদর উপজেলাধীন হীরামানিক ১ ও ২, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহল কোট ভাজনী বালাদূতি, ঠাকুরগাঁও’র পীরগঞ্জ উপজেলার বাইরাচুনা সিরাইল, দিনাজপুরের কাহারোল উপজেলার অন্তর্গত বাগপুর-২, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রিফিউজি পাড়া-১, রংপুরের পীরগাছা উপজেলাধীন জুয়ান-১, রংপুরের গঙ্গাছড়া উপজেলাধীন আর্জি জয়দেব, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন সালাইপুর এবং ফরিদপুর সদর উপজেলাধীন কবিরপুর-৫।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রায় পৌনে ৩ লাখ মানুষ গৃহহীন আছেন। নিম্ন অসহায় মানুষদের নিজস্ব ঠিকানা করে দিতে গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত রাখবে সরকার। ভবিষ্যতে এ প্রকল্প আরো বাড়ানো হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের সব মানুষ অন্য, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা পাবে। কিন্তু তার আগেই তাকে সপরিবারে হত্যা করা হলো। আওয়ামী লীগ সরকার তার সেই স্বপ্ন পূরণে কাজ করছে।

এ প্রকল্পের আওতায় দেশব্যাপী ২ হাজার ৫শ’ গুচ্ছগ্রাম নির্মাণ করে ৫০ হাজার ভূমিহীন, গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুনে।

চলতি অর্থ বছরে এই প্রকল্পের আওতায় ১৩৫টি গুচ্ছগ্রাম তৈরি করে ৪ হাজার ৬শ’টি পরিবারকে পুনর্বাসিত করা হবে। যাতে ব্যয় হবে ৯০ কোটি টাকা।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হীরা এ সময় গণভবনে উপস্থিত ছিলেন।  -বাসস

শেয়ার করুন