অনলাইনে এসএসসির ফল জানা যাবে

ফাইল ছবি

আজ (বৃহস্পতিবার) ২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফলপত্র হস্তান্তর করবেন। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

শিক্ষার্থীরা আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে ইন্টারনেট, মোবাইল এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে। দুপুর ২টা থেকে ইন্টারনেটে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। সাইটে গিয়ে রোল নাম্বার, Examination এবং বোর্ড select করে Submit Button এ ক্লিক করে ফলাফল সংগ্রহ করা যাবে।

মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), MAD (মাদ্রাসা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট), DIN (দিনাজপুর)।

যেমন, কেউ যশোর শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এসএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে SSC JES XXXXXX 2017। দাখিল পরীক্ষার ফলাফল জানতে DHAKIL লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

শেয়ার করুন