সিজেকেএস ১ম বিভাগ হ্যান্ডবল লিগ শুরু আজ

সংবাদ সম্মেলন

চট্টগ্রাম : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস ১ম বিভাগ হ্যান্ডবল লিগ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে  শুরু আজ।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯টায় শুরু হওয়া ১ম বিভাগ হ্যান্ডবল লিগ শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।

এ উপলক্ষ্যে বুধবার বিকালে সিজেকেএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হ্যান্ডবল লিগ আয়োজন বিস্তারিত তুলে ধরা হয়।

এ লিগে মোট ২২ টি দল অংশগ্রহণ করছে। লটারীর মাধ্যমে দল গুলোকে ৪ গ্রুপে ভাগ করা হয়েছে-

গ্রুপ-এ : সিটি ক্লাব, বাংলাদেশ রেলওয়ে এসএ, এম.এইচ. স্পোর্টিং ক্লাব, ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশন, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড
গ্রুপ-বি : পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, মুক্ত বিহঙ্গ, উল্লাস ক্লাব, নবীন মেলা, অগ্রণী সংঘ, চট্টগ্রাম ফুটবল ক্লাব
গ্রুপ-সি : বাকলিয়া একাদশ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা), আগ্রাবাদ কমরেড ক্লাব, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী, সাউথ এন্ড ক্লাব
গ্রুপ-ডি : ইয়ং স্টার বøুজ, চন্দনপুরা একাদশ, ক্রিসেন্ট ক্লাব, বার্ডস স্পোর্টিং ক্লাব, কোয়ালিটি স্পোর্টস ক্লাব বøুজ

অংশগ্রহণকারী দলসমূহকে লটারীর মাধ্যমে ৪টি গ্রুপে ভাগ করে গ্রুপ লিগ ভিত্তিতে ১ম পর্ব অনুষ্ঠিত হবে। ১ম পর্বের ৪টি গ্রুপের শীর্ষস্থান অর্জনকারী ৪টি দল নিয়ে সুপার ফোর অনুষ্ঠিত হবে। সুপার ফোরের ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী দল ২০১৭ সালের প্রিমিয়ার লীগে উন্নীত হবে। ১ম পর্বের ৪ গ্রুপের পয়েন্ট তালিকায় সর্বনিন্ম স্থান অর্জনকারী দল ২০১৭ সালের ২য় বিভাগ লীগে অবনমিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর, লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ, সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, জাহেদুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেখা আলম চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান এবিএম খালেদুজ্জামান দাদুল, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, আকতারুজ্জামান, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, মাহমুদুর রহমান মাহবুব, প্রবীন কুমার ঘোষ, হ্যান্ডবল কমিটির যুগ্ম-সম্পাদক কল্লোল দাশ, সদস্য সাইফুল্ল্যাহ চৌধুরী, হায়দার আলী, সাইফুল্যা মুনির, মাসুদুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন