আজ ভয়াল ২৯ এপ্রিল

১৯৯১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়।

চট্টগ্রাম : আজ ভয়াল সেই ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস লন্ডভন্ড করে দিয়েছিল দেশের উপকূলীয় এবং পাহাড়ী জনপদ। এদিন প্রায় আড়াইশ’ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত এবং ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আর প্রবল হাওয়ায় তছনছ করে দিয়েছিল উপকূলীয় ও পাহাড়ী জনপদ। সেদিনের ঘটনায় দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ নিহত হয়। ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়।

সেদিনের ভয়াল এই ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় চট্টগ্রামের উপকূল ও পাহাড়ীবাসীকে। দুঃসহ সে স্মৃতি আজও কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে।

আরো পড়ুন : এতিমদের মাঝে সিভিল সার্জনের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ
আরো পড়ুন : চন্দ্রজয়ী সেই মাইকেল কলিন্স আর নেই

ওই ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ-লাখ গবাদি পশু। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল দেড় বিলিয়ন ডলার।

সবচেয়ে বেশি ক্ষতি হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়ায়। এই ঘূর্ণিঝড়ের ২৮ বছরেও সেসব উপকূলীয় এলাকা আজও অরক্ষিত।

শেয়ার করুন