ঝালকাঠির বাল্যবিয়ে ঠেকানো শারমিনের এসএসসি জয়

নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে সাহসের পরিচয় দেয়া ইন্টারন্যাশনাল উইমেন কারেজ অ্যাওয়াডপ্রাপ্ত সেই শারমিন আক্তার এসএসসিতে জিপিএ ৪.৩২ পেয়ে পাস করেছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে তার ভাল ফলাফলে খুশি সহপাঠী শিক্ষক ও আত্মীয় স্বজন। সে নিজেও খুব আনন্দিত।

শারমিন রাজাপুরের বাগড়ি এলাকার প্রবাসী কবির হোসেনের মেয়ে। সে এ বছর ঝালকাঠির রাজাপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

অল্প বয়সেই নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে শারমিন ভাল ফলাফল অর্জন করায় তাকে নিয়ে গর্বিত এলাকাবাসী।

শারমিন ঢাকার একটি ভালো কলেজে পড়া লেখা করার আগ্রহ প্রকাশ করেছে। লেখাপড়া করে সে একজন ভালো আইনজীবী হতে চায়।

নির্যাতিত অসহায় নারীদের পাশে দাঁড়াতে চায় শারমিন। দেশ থেকে বাল্যবিয়ে নামের কলংক মুছে ফেলতে কাজ করার অঙ্গিকার শারমিনের।

নবম শ্রেণিতে পড়া অবস্থায় ২০১৫ সালে জোর করে মায়ের কথিত প্রেমিকের সঙ্গে শারমিনকে বিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় ওই বছরের ১৬ আগস্ট রাতে শারমিন আক্তার বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা করেন। মামলায় শারমিনের মা ও মায়ের কথিত প্রেমিককে আসামি করা হয়।

এ ঘটনায় শারমিনকে নিয়ে দেশের বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। শারমিনের পাশে এসে দাঁড়ায় বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষ।

স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন তার লেখাপড়ার দায়িত্ব নেয়। সংগঠনটি তাকে সম্মাননাও দেয়। নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে শারমিন শুধু দেশেই নয়, বিদেশে সুনাম অর্জন করে। তার সাহসিকতার জন্য বিদেশেও তাকে পুরস্কৃত করা হয়।

গত ৩০ মার্চ তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক সাহসী পুরস্কার (সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন কারেজ অ্যাওয়ার্ড) দেয়া হয়। মাত্র ১৫ বছর বয়সে দক্ষিণ এশিয়ার কিশোরীদের জন্য দৃষ্টান্ত তৈরি করায় শারমিনকে এ পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বৃহস্পতিবার ফল প্রকাশের পর শারমিন গণমাধ্যমের কাছে অনুভূতি প্রকাশ করেছেন এভাবে-অল্প বয়সেই আমাকে নানা প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে। যে সময়টা আমার বই নিয়ে বসে থাকার কথা, সেই সময় আমি নিজের বাল্যবিয়ে নিয়ে লড়াই করেছি। আমি জিপিএ ৫ পাওয়ার স্বপ্ন দেখেছিলাম। তারপরেও আমি জিপিএ ৪.৩২ পেয়ে খুশি।

সে জানায়, এখন একটাই স্বপ্ন ঢাকায় একটি ভাল কলেজে ভর্তি হওয়া। আইনজীবী হয়ে দেশের নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানো। বাল্যবিয়ে নামের কলঙ্ক দেশ থেকে মুছে দেয়ার লড়াই চালিয়ে যেতে চাই।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ আগস্ট শারমিনকে চিকিৎসা করানোর কথা বলে তার মা রাজাপুরের বাসা থেকে খুলনায় নিয়ে যান। সেখানে গিয়ে দু’সম্পর্কের এক আত্মীয়ের বাসায় ওঠেন। ওই বাসায় আগে থেকেই ওঠেন মায়ের কথিত স্বামী স্বপন খলিফা। রাতে স্বপনের কক্ষে শারমিনকে জোর করে ঢুকিয়ে দরজায় তালা লাগিয়ে দেন মা।

৭ আগস্ট শারমিন কৌশলে বাসা থেকে বের হয়ে রাজাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। স্বপন ও তার লোকজন শারমিনের পিছু নেন। পিরোজপুর এসে শারমিনকে ধরে ফেলেন স্বপন। তাকে নিয়ে রাজাপুরে আসে স্বপন। রাজাপুরের থানা সড়কের বাসায় শারমিনকে আটকে রাখে স্বপন।

১৬ আগস্ট সেখান থেকে পালিয়ে শারমিন তার সহপাঠী নাদিরা আক্তারের বাসায় ওঠে। দুজন মিলে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় চলে যায় রাজাপুর থানায়।

রাজাপুর থানার ওসি মুনির-উল-গিয়াস শারমিনের কথা শুনে মামলা গ্রহণ করে এবং মায়ের কথিত স্বামী স্বপনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান।

শেয়ার করুন