সিজেকেএস জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা শুরু ৬ মে

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : জাতিসংঘ পার্ক সুইমিং পুল-এ সিজেকেএস জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে শনিবার (৬ মে) সকালে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পনসর প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

বৃহষ্পতিবার (৪ মে) চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রুপ : এ-অনুর্ধ ১৫ বছর, বি-১৬-২০ বছর, সি -২১-২৫ বছর, ডি-২৬ বছরের উর্ধ্বে

প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশগ্রহণের সম্মতি জ্ঞাপন করেছে। ক্লাবগুলো যথাক্রমে- বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাব, সিটি ক্লাব, ইয়ং ষ্টার ব্লুজ এফ.এম.সি. স্পোর্টস, এলিট পেইন্ট  আর. সি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, উল্লাস ক্লাব, বাকলিয়া একাদশ জুনিয়র, লিটল ব্রাদার্স, ব্রাদার্স ইউনিয়ন, পাইরেটস অব চিটাগং, শতদল, শতদল জুনিয়র,  ফ্রেন্ডস ক্লাব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা), ফিরিঙ্গী বাজার লাকী ষ্টার ক্লাব, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী, এম এইচ স্পোর্টিং ক্লাব, রিজেন্সী স্পোর্টস ক্লাব, কল্লোল সংঘ।

চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপ আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদানের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং সাঁতার  কমিটির পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল সহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর প্রতি রইল  আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, লিখিত বক্তব্য পাঠ করেন সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব।

এছাড়া উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমাস শিমুল, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো: জাহাঙ্গীর, বাংলাদেশ সাঁতার ফেডারেশন ও সিজেকেএস এর নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান সাগর, যুগ্ম-সম্পাদকদ্বয় ফজল রব্বান সুইট ও মোঃ আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, মকসুদুর রহমান বুলবুল প্রমূখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খেলাধূলার জগতে সাঁতার সম্ভবত পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম প্রতিযোগিতা। পৃথিবীর ভৌগলিক অবকাঠামোয় তিন ভাগ জল এক ভাগ স্থল। সে নিরিখে নদী মাতৃক বাংলাদেশে সাঁতার জানা সকলের জন্য আবশ্যক। বর্তমানে আধুনিকতার পরশে এ প্রতিযোগিতার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পেতে ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাশদের স্বার্থক উত্তরসূরি তৈরীর ক্ষেত্র সৃষ্টি করতে সীমিত পরিসরে আমাদের এই যাত্রা। সিটি মেয়র জনাব আ.জ.ম নাছির উদ্দীন। যিনি সাধ ও সাধ্যের সীমানা পেরিয়ে তাঁর দায়িত্ব পালনকালীন সময়ের মধ্যেই সিজেকেএস কম্পাউন্ডে একটি পূর্ণাঙ্গ সুইমিং কমপ্লেক্স স্থাপনের কাজ ইতোমধ্যে আরম্ভ শুরু হয়েছে।

শেয়ার করুন