হেফাজত আমীরের সাথে বিএনপি নেতার বৈঠক নিয়ে জনসাধারণের মাঝে সমালোচনার ঝড়

হাটহাজারী প্রতিনিধিঃ বর্তমান সরকারকর্তৃক কওমি মাদ্রাসার সনদ স্বীকৃতি দেওয়ার পর এই প্রথম হাটহাজারী বড় মাদ্রাসার মহা-পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহম্মদ শফীর সাথে বৈঠক করলেন বিএনপির উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

শুক্রবার (৫ মে) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে বিএনপির এই শীর্ষ নেতা হেফাজত আমীরের সাথে বৈঠক করতে তার কার্যালয় যান। এ সময় হেফাজত আমীর মসজিদে জুম্মার নামাজ আদায় করতে তার কার্যালয় হতে বের হওয়ার প্রাককালে বিএনপির এ নেতা হেফাজত আমীরের কার্যালয়ে প্রবেশ করেন বলে সূত্রে জানা যায়। আল্লামা শফী মাত্র কয়েক মিনিট সময় দেন বিএনপি নেতা মীর নাছিরকে। বিএনপির এ শীর্ষ নেতা আল্লামা শফীর সাথে বৈঠকের কথা মাদ্রাসার ভেতরে-বাহিরে জনসাধারণের মাঝে জানাজানি হলে শুরু হয় আলোচনার ও সমালোচনার ঝড়।

এই সাক্ষাতকার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছে। আহম্মদ শফী ও মীর নাছিরের বৈঠক কে নিয়ে হাটহাজারীতে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। তবে তাদের মাঝে কি বিষয়ে আলোচনা হয়েছে তা কিছু জানা যায়নি। আল্লামা আহম্মদ শফীর সাথে বিএনপির এই শীর্ষ নেতার মাত্র কয়েক মিনিটের বৈঠকে অনেকে মন্তব্য করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সমাবেশ ও সমাবেশের পরের ঘটনায় মীর নাছির উদ্দীন হয়তো বিএনপির পক্ষ থেকে শোক প্রস্তাব নিয়ে হেফাজত আমীরের সাথে বৈঠক করেছে। আবার কওমি মাদ্রাসার সনদ স্বীকৃতি দেওয়া বর্তমান আ’লীগ সরকারের সাথে হেফাজত ইসলাম এক হয়ে গেছে এমন ধারণায় বিএনপির এই শীর্ষ নেতা হেফাজত আমীরের সাথে দেখা করে আলোচনা করছেন বলে অনেকের অভিমত।

কিন্তু বিএনপি নেতা মীর নাছির ও আল্লামা শফীর সাথে কি আলোচনা হয়েছে তা কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, মীর নাছির মাদ্রাসা থেকে বের হয়ে তার অফিস থেকে সংবাদ মাধ্যমে একটি প্রেসরিলিজ দেয় এতে লেখা রয়েছে আল্লামা শফীর সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরের বৈঠক। এ বৈঠকে আল্লামা শফী বলেছেন, ইসলামে কোন জঙ্গিবাদের স্থান নেই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যারাই ইসলামকে জঙ্গীবাদ বলে তারাই ইসলামের শক্র। ইসলামকে যারাই ভালবাসেন তারাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শুক্রকে রুখে দিতে হবে।

শেয়ার করুন