জিজ্ঞাসাবাদশেষে সাবেক এসপি বাবুল আক্তার পিবিআই হেফাজতে

সাবেক এসপি বাবুল আক্তার এবং তার স্ত্রী মাহমুদা খানম মিতু

চট্টগ্রাম : মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এ বিষয়টি স্পষ্ট করেনি পিবিআই।

মঙ্গলবার (১১ মে) সারাদিন বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পিবিআই।

এর আগে সোমবার (১০ মে) মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় তাকে।

আরো পড়ুন : শিক্ষা উপমন্ত্রীর পক্ষে ঈদ বস্ত্র বিতরণ চট্টগ্রামে
আরো পড়ুন : রবির টাওয়ার আছে, নেটওয়ার্ক নেই মিরসরাইয়ের কয়লায়

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন দাবি করে আসছিলেন, বাবুল আক্তারের পরিকল্পনায় ও নির্দেশে তার মেয়ে মিতুকে খুন করা হয়েছে।

শেয়ার করুন