চলন্ত বাসে নির্ভয়াকে গণধর্ষণ
ভারতে চার অপরাধীর ফাঁসি বহাল

ভারতের রাজধানী দিল্লিতে প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত চারজনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে চার অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্টেও এই রায় বহাল থাকে। তবে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে চার অপরাধী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও মুকেশ। শুক্রবার (৫ মে) সেই আবেদন খারিজ করে ফাঁসির সাজাই বহাল রেখেছেন শীর্ষ আদালত।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে ছয় দুর্বৃত্ত। বন্ধুর সঙ্গে তিনি সেদিন বাড়ি ফেরার জন্য একটি বাসে উঠেছিলেন। হামলা করা হয় সঙ্গে থাকা ছাত্রীর বন্ধুর ওপরও।
প্রায় পাঁচ বছর আগে ২০১২ সালের ১৬ ডিসেম্বর বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছরের প্যারামেডিকেল ছাত্রী নির্ভয়া। গণধর্ষণের পরও চলে অকথ্য শারীরিক নির্যাতন। এর পর নির্ভয়া ও তাঁর বন্ধুকে চলন্ত বাস থেকে রাস্তায় ছুড়ে ফেলা দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু, অবস্থায় উন্নতি না হওয়া নির্ভয়াকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনার পর দেশ-বিদেশজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়। বিক্ষোভ চলতে থাকে রাজধানী-সহ দেশের নানা প্রান্তে। প্রাথমিকভাবে তার (জ্যোতি) নাম-পরিচয় গোপন রাখা হয়। নির্ভয়া বা দামিনী নামেই তাঁর উল্লেখ করা হয় সংবাদমাধ্যমে। পরে প্রকাশ্যে আসেন তাঁর মা-বাবা। মেয়ের নাম-পরিচয়ও জানান তাঁরা।

সুপ্রিম কোর্ট এই চার অপরাধীর মৃত্যুদন্ড বহাল রাখায় তাদের সামনে শেষ সুযোগ থাকবে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা।

শেয়ার করুন