চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

অস্ত্র  ব্যবসায়ী বাপ্পীকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলা করে দুর্বৃত্তরা

চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম : বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল, রিভলবার, শাটারগান, এয়ার গান, দেশীয় তৈরি বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও আগ্ন্য়োস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানা ও চান্দগাঁও থানার যৌথ সমন্বয়ে পুলিশের বিশেষ টিম সারোয়াতলীর হোরারবাগ এলাকায় চেয়ারম্যান বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ব্যবসায়ী বাপ্পীর নেতৃত্বে ৫০-৬০ জন অনুসারী পুলিশের ওপর হামলা করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। হামলায় আহতদের মধ্যে চান্দগাঁও থানা পুলিশের এসআই মফিজুর রহমান (৩৭) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অপর আহতরা হলেন বায়েজিদ বোস্তামী থানার এস আই আইয়ুব উদ্দিন ও এইচ এম এরশাদ উল্লাহ। শুকভার দুপুর ১২টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে সারোয়াতলীর হোরারবাগ এলাকার ইউপি চেয়ারম্যান বাড়ির কাচারি ঘরের উত্তর পাশে রুমের খাটের পূর্ব কোণা থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি শাটার গান, ১টি এয়ারগান, ১টি চাইনিজ কুড়াল, ৪টি বিভিন্ন সাইজের দেশীয় তৈরি দা (ধামা), ১৬টি বিভিন্ন সাইজের ছোট-বড় ছোরা ও অস্ত্র তৈরির সরঞ্জামের মধ্যে ওয়েল্ডিং মেশিন, বায়ু সরবরাহকারী মেশিন, লোহা ঘষার রেত, কাটা কম্পাস, ড্রিল মেশিনের মুখ, লোহার ছাঁচ, গিøন্ডার মেশিন, অস্ত্রের ম্যাগাজিন স্প্রিং, ছোট বড় প্লাস, ড্রিলিং স্কু উদ্ধার করা হয়।

সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত আসামি অস্ত্র ব্যবসায়ী সাইফুদ্দিন বাপ্পীকে তার ছোট ভাই সালাউদ্দিন রুমির (৪২) নেতৃত্বে ৫০/৬০ লোকজন অতর্কিত হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। অভিযানকালে সিএমপি’র পুলিশ বোয়ালখালী থানা পুলিশের সহায়তা চায় বলে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দিন জানান, পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ও সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান করায় বোয়ালখালী থানায় এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু করা হয়েছে।

বায়েজিদ থানা সূত্রে জানা যায়, গত ১ মে বায়েজিদের দক্ষিণ শহীদনগর এলাকা থেকে দুইটি অস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। এনিয়ে সিএমপি, চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০২(০৫)১৭, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় আটককৃত আসামিদের স্বীকারোক্তিতে অস্ত্র ব্যবসায়ী বাপ্পীর তথ্য উঠে আসে। তারা জানান, এরপর বাপ্পীকে হাতে নাতে ধরার ফাঁদ পাতে পুলিশ। অস্ত্রের ক্রেতা সেজে পুলিশ বাপ্পীর সাথে যোগাযোগ করলে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বায়েজিদ আমিন জুট মিল এলাকায় যায় সে। এসময় তাকে আটক করা হয়। এসময় অস্ত্রের যোগানদাতা মো. সাইফুদ্দিন বাপ্পিকে দুইটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে বোয়ালখালীর নিজ বাড়িতে আরো অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে বলে জানালে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) এস এম মোবাশ্বের হোসেনের নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানা ও চান্দগাঁও থানার যৌথ সমন্বয়ে পুলিশের বিশেষ টিম গঠন করে তার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একদল পুলিশ চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের অভিযানের এক পর্যায়ে অস্ত্র ব্যবসায়ী সাইফুদ্দিন বাপ্পীর ভাই সালাউদ্দিন রুমী পুলিশের ওপর হামলা করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয় বলে স্থানীয় কয়েকজন জানান। এসময় বাপ্পীর অনুসারী কয়েকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশে পাশের লোকজন জড়ো হয়ে তাদের সহযোগীতা করে। একইসময় এলাকায় একটি বিয়ে ও মেজবানের অনুষ্ঠান চলছিল। একারণে লোকজনের ভীড় জমে যায়। পরিস্থিতি প্রতিকুলে দেখে তারা বোয়ালখালী পুলিশের সহযোগীতা চাইলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোয়ালখালী থানা পুলিশ। ইত্যবসরে সাইফুদ্দিন বাপ্পীকে ছিনিয়ে নেয় তার ভাই সালাউদ্দিন রুমীর নেতৃত্বে ৫০/৬০জন দুর্বৃত্ত।

 

শেয়ার করুন