রাঙ্গামাটি জেলা প্রশাসন অফিস সহায়ক পদে নিয়োগ
লিখিত পরীক্ষা দেননি, মৌখিক পরীক্ষা দিতে এসে কারাগারে নজরুল

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় নজরুল ইসলাম সোহেলের পরিবর্তে অংশগ্রহণ করেছিলেন তার কথিত মামা নঈম উদ্দিন। আর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে প্রশাসনের কাছে ধরা পরেন নজরুল ইসমলাম সোহেল। পরে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন রাঙ্গমাটি ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ মে) বিকালে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাকে আটক করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস দাশের ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়িতে।

সন্ধ্যায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফারুক সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসক কার্যালয়ে ১২ জন অফিস সহায়ক নিয়োগ দিতে শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৯৩ প্রার্থীর মধ্যে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ৯১ জন। শনিবার (৬ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেয়া হয়। এ সময় লিখতে দেয়া হলে নজরুল ইসলাম কিছুই লিখতে পারেননি। এতে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হলে তার বদলে নঈম উদ্দিন নামে এক মামা লিখিত পরীক্ষা দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন নজরুল ইসলাম। দণ্ডিত নজরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন