সিজেকেএস জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন
ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন, এমএইচ স্পোর্টিং ক্লাব রানার্স আপ

চট্টগ্রাম : পাঁচলাইশ জাতিসংঘ পার্ক সুইমিংপুলে সিজেকেএস জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

শনিবার (৬ মে) সকাল ৯টায় উদ্বোধন করা হয়। বিকাল ৫টায় উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাঁতার কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য এহসানুল হায়দার চৌধুরী বাবুল এর সভাপতিত্বে এবং সিজেকেএস ও সাঁতার ফেডারেশনের নির্বাহী সদস্য আছলাম মোরশেদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মাহবুব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাড. শাহিন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, হাসান মুরাদ বিপ্লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো: আকতারুজ্জামান, আনোয়ারুল ইসলাম, সরওয়ার হোসেন, মাকসুদুর রহমান বুলবুল, আব্দুল মন্নান রানা, দিদারুল আলম, সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান সাগর, ফজল রব্বান সুইট, রায়হান উদ্দীন রুবেল প্রমূখ।

উদ্বোধনী দিনে প্রতিযোগিতায় দলগত ভাবে ২২ পয়েন্ট পেয়ে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন, ১৭ পয়েন্ট অধিকার করে এমএইচ স্পোর্টিং ক্লাব রানার্স আপ, ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে রিজেন্সি স্পোর্টস ক্লাব।

ব্যক্তিগত ভাবে  ব্রাদার্স ইউনিয়নের অমিত হাসান (৯ পয়েন্ট), মোকলেছুর রহমান (০৯ পয়েন্ট) এবং এমএইচ স্পোর্টিং ক্লাবের ওয়াহিদুল ইসলাম (৯ পয়েন্ট) পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। অনুর্ধ্ব-১৫ বছরের ৫০, ১০০ ও ২০০ মিটারে ব্রাদার্সের অমিত হাসান ১ম, অনুর্ধ্ব-১৬-২০ বছরের ৫০, ১০০ ও ২০০ মিটারে ব্রাদার্স ইউনিয়নের মোখলেছুর রহমান ১ম, অনুর্ধ্ব-২১-২৫ বছরের ৫০ ১০০ ও ২০০ মিটারে এমএইচ স্পোর্টস ক্লাবের ওয়াহিদুল ইসলাম ১ম, উর্দ্ধে-২৬ বছরের ৫০ ও ১০০ মিটারে এমএইচ স্পোর্টিং ক্লাবের উজ্ঞজয় মার্মা ১ম এবং ২০০ মিটারে রিজেন্সি স্পোর্টিং ক্লাবের সাকিব ১ম স্থান অধিকার করেছেন।

শেয়ার করুন