হাজার কোটি রূপির ঘরে বাহুবলী দ্য কনক্ল্যুশন

গত ২৮ এপ্রিল মুক্তি পাওয়া ‘বাহুবলী ২’ সিনেমাটি সপ্তাহ দেড়েকের মধ্যে সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে এক অসাধারণ রেকর্ড করল।

পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবি ‘বাহুবলী: দ্য কনক্ল্যুশন বক্স অফিস থেকে এক হাজার কোটি রূপির ব্যবসা করেছে। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার রিপোর্ট অনুযায়ী ভারতে এই ছবিটির আয় ৮০০ কোটি ছাড়িয়েছে। বাকি ২০০ কোটি রূপি আন্তর্জাতিক বাজারের আয়। গত ২৮ এপ্রিল তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। ভারতে প্রায় আট হাজার স্ক্রিনে এক সঙ্গে দেখানো হচ্ছে ‘বাহুবলী ২’।

একের পর এক রেকর্ড তৈরি করছে এই ছবি। প্রথম দিনেই এর আয় ছিল ১০০ কোটি রূপি। প্রথম উইকেন্ডে তা ছাড়ায় ৩০০ কোটির হিসেব। গোটা ইন্ডাস্ট্রি এই ছবির প্রশংসা করেছে। রজনীকান্ত টুইট করেন, ‘বাহুবলী ২ ভারতীয় সিনেমার গর্ব…।’ এই সাফল্যের জন্য গোটা টিমকে ধন্যবাদ দিয়েছেন পরিচালক স্বয়ং। তিনি জানিয়েছেন, দর্শকদের ছবিটি পছন্দ হওয়ার কারণ, ভাল গল্প। এনডিটিভি।

শেয়ার করুন