চসিকের অভিযান : সাড়ে ২০ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স ও ফি আদায়

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজার ও মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুইটি হোল্ডিংয়ের দীর্ঘদিনের বকেয়া ট্যাক্স বাবদ ১৮ লাখ ৭৯ হাজার ১৯৮ টাকা আদায় করা হয়েছে।

বুধবার (২ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আরো পড়ুন : ইসরায়েল মারাত্মকভাবে দুর্বল
আরো পড়ুন : কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

চসিক সূত্র জানায়, অভিযানকালে দুইটি হোল্ডিংয়ের বকেয়া আদায়ের পাশাপাশি ২২টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ১ লাখ ২৭ হাজার ৬২০টাকা আদায় করা হয়েছে। এ ছাড়াও সদরঘাট রোডে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানাও করা হয়।

শেয়ার করুন