চট্টগ্রামের কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি

নগরীর কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি

সুমন চৌধুরী (চট্টগ্রাম) : গত কদিন ধরে হালকা হালকা বৃষ্টি হলেও আজকের (রোববার) মুষলধারে বৃষ্টিতে বন্দর নগরীর অধিকাংশ সড়কের কেথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি দোল খাচ্ছে। আবারও নগরবাসীকে ভাবনায় ফেলেছে এই জলাবদ্ধতা।

যদিও চট্টগ্রাম সিটি করপোরেশন ১শ’ দিনের ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠানে ‘এবার বর্ষায় নগরীর জলাবদ্ধতায় ডুববে’ এমনটা ইঙ্গিতও দিয়েছিলেন মেয়র রেজাউল করিম চৌধুরী। জলাবদ্ধতার কারণ হিসেবে নগরবাসীকে দূষেছিলেন নতুন মেয়র।

তবে নগরবাসী বলছেন, সারা বছর ধরে ড্রেন, নালা, খাল পরিষ্কার করে না সিটি করপোরেশন। শুধু বর্ষা শুরু হলেই পরিষ্কারের তোরজোড় শুরু হয়।

রোববার (৬ জুন) সকাল ৯টার পর থেকে বিরামহীন বৃষ্টি ঝড়ছে। চলছে আকাশের গর্জনও।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, প্রাক মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। তবে তা থেমে থেমে হবে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হবে।

আরো পড়ুন : নিজের প্রয়োজনেই পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : পাহাড়তলী ওয়ার্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

এদিকে বিরামহীন বর্ষণে যানবাহনের ভোগান্তিতে পড়েছে মানুষ। যাত্রিবাহী পরিবহনের সংখ্যাও অনেক কম। সিএনজি চালিত অটোরিশাগুলো বন্ধ হয়ে পড়ে আছে সড়কের পাশে। আবার অনেকে ধাক্কাচ্ছে। সুযোগ বুঝে সড়কজুড়ে চলছে রিকশার রাজত্ব। বৃষ্টি ভেজা রিকশাচালক হাঁকাছে দ্বিগুণ ভাড়াও।

সরেজমিনে দেখা গেছে, কোমর পানিতে ডুবেছে নগরীর প্রবর্তক মোড়সহ আশপাশের এলাকা। আগ্রাবাদেও রয়েছে কোমর পানি। তাছাড়া আগ্রাবাদ সিডিএ আবাসিক, ছোটপুল, বড়পুল, হালিশহর, শান্তিবাগ, ওয়াবদা, মুহুরী পাড়া, রঙ্গিপাড়া, বিল্লাপাড়া, নয়াবাজার, বসুন্ধরা, সবুজবাগ, বেপারী পাড়া, হাজিপাড়া, মোগলটুলি, ২নং গেট, মুরাদপুর, চকবাজার আতরের ডিপু, অক্সিজেন, বারিক বিল্ডিং, রশিদ বিল্ডিং, গোসাইল ডাঙাসহ ইত্যাদি স্থানে হাটু পানি দোল খাচ্ছে।

ঘরে পানি ঢুকার আশংকার কথা জানিয়ে বিল্লাপাড়ার বাসিন্দা মো. জুনায়েদ নয়াবাংলাকে বলেন, আর ৪/৫ ঘন্টা এভাবে বৃষ্টি হলে ঘরে পানি ঢুকবে তাতে কোনো সন্দেহ নেই। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি। নালা, ড্রেন, খাল আগে থেকেই আবর্জনায় ভর্তি ছিলো। চলাচলে বাধা পড়ায় খালের পানিসহ নালা, নর্দমার পানিও সড়কে উঠে এসেছে।

ছোটপুলের মুদি দোকানি মেহেদী বলেন, সকাল থেকে দোকানের ভিতরে পানি কেচে যাচ্ছি। এভাবে অনবরত বৃষ্টি হলে দোকানের মালামাল ভেসে যাবে।

এদিকে চাক্তাই খাল ও হিজড়া খাল পুরোপুরি পরিষ্কার না হওয়ায় বৃষ্টির পানি আশপাশের ঘর-বাড়িতে উঠে গেছে। জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র অধীনে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে চলমান প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন খালে বাঁধ দেওয়া হয়েছে, যা এখন জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

সুশীল সমাজ বলছেন, জলাবদ্ধতা, জলজট নিরসনের ক্ষেত্রে শুধু পরিকল্পনার ছক আঁকলে হবে না, তা বাস্তবায়নও করতে হবে। যতদিন পর্যন্ত বাস্তবায়ন করা যাবে না আমাদেরকে এই ধরণের ভোগান্তিতে পড়তে হবে। তাছাড়া সিটি করপোরেশনের কাজ শুধু সড়কে ঝাড়ু মেরে পরিষ্কার করা নয়, ড্রেন, নালা খালগুলোও যথা সময়ে পরিস্কার করা।

চট্টগ্রামে বিভাগে ৭৮৯ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত হিসেবে ধরা হয়েছে।

জুন মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করার অনুকূল পরিবেশ থাকতে পারে।

শেয়ার করুন