পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতঘর উচ্ছেদ, নেতৃত্বে ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম : বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন পাহাড়ের চূড়ায়, পাহাড়ের ঢালে ও পাদদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মিত বসতি ও স্থাপনাসমূহ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

হাটহাজারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহসহ ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সোমবার (১৪ জুন) এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হাটহাজারী উপজেলার জালালাবাদ, কাট্টলির উত্তর পাহাড়তলী ও সীতাকুণ্ডের প্রায় ৩৫০ টি বসতঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, প্রতিবছর বর্ষায় উচ্ছেদকৃত জায়গায় পাহাড় ধসে অনেক মানুষ মারা যায়। তাই জানমালের ক্ষয়ক্ষতি রোধ এবং পাহাড় কাটায় পরিবেশগত বিপর্যয় এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত বসতঘরের মধ্যে হাটহাজারী উপজেলার জালালাবাদ মৌজায় প্রায় ২০০ টি বসতঘর রয়েছে সাথে বহু স্থাপনা।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিডিএ, সিটি কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ, পুলিশ বাহিনী, র‍্যাব, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট সকলেই অংশগ্রহণ করেন।