মিরসরাইয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

চট্টগ্রাম : মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি না মানায় পথচারী এবং দোকানদারদের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমার সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তাদের সহযোগিতা করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।

এসময় উপজেলার বারইয়ারহাট, মিঠাছরা, আবুতোরাব, সাধুরবাজার ও বামনসুন্দর বাজারে দোকানদার ও পথচারীদের মুখে মাস্ক না থাকায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ১৮’শ ৮০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লকডাউন সর্ম্পকে বারইয়ারহাট বাজারে সতর্ক করা হয়েছে।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, সরকার কোভিড পরিস্থিতি বেড়ে যাওয়ায় সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে সচেতনতার জন্য যারা স্বাস্থ্যবিধি মানছেনা তাদের সাজা ও জরিমানা করা হয়েছে। আমাদের মোবাইল কোর্ট চলমান থাকবে।