বারৈয়ারহাটে পৌর মেয়রের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম : মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় উচ্ছেদ অভিযান চালিয়ে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন।

শনিবার (৩ জুলাই) বিকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম জামালপুর গ্রামের শেখ আলম বাড়ির ড্রেন দখল করে সীমানা প্রাচির ও কালর্ভাট দখল করে গোয়াল ঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এছাড়া ওই ওয়ার্ডে ভরাট হয়ে যাওয়া কয়েকটি ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

পৌর মেয়র রেজাউল করিম খোকন, কাউন্সিলর আব্দুল খালেকসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : লবণ সহিষ্ণু ধান চাষে সম্ভাবনার হাতছানি কুতুবদিয়ায়
আরো পড়ুন : স্কুল খুলে কী ছেলে-মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেবো?

জানা গেছে, বারৈয়ারহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অপরিকল্পিতভাবে পৌর নীতিমালা না মেনে ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই পৌর মেয়র দায়িত্ব গ্রহণের পর এসব অপরিকল্পিত ভবন ও সীমানা প্রাচীর নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে থাকে।

বারৈয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন জানান, সরকারি ড্রেন দখল করে সীমানা প্রাচীর ও গোয়াল ঘর নির্মাণ করায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ভবিষ্যতে কেউ পৌরসভার নীতিমালা অনুসরণ না করে পৌর এলাকায় বাড়ি-ঘর নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।