সাজেকে খাদ্য সংকট মোকাবেলায় পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন

অপরুপ সৌন্দর্যের লীলা ভূমি বাংলার দার্জেলিং নামে পরিচিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দূর্গম এলাকায় খাদ্য সংকটে থাকা জনগোষ্ঠীর পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন পার্বত্য ত্রাণ ফাউন্ডিশন। যেকোন দুর্যোগ মোকাবেলায় পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ নামে সংগঠনটি শনিবার (১২ মে) বিকালে সাজেক ইউনিয়নের মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকটি গ্রামের অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ করে।

ত্রাণ বিতরণের সময় সাজেক ইউনিয়ন চেয়ারম্যান নেলচন চাকমা (চয়ন) পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের সভাপতি রিটন তালুকদার, সাধারন সম্পাদক মানব চাকমা, সপ্তশী চাকমা, দীপন চাকমা, হ্যাডম্যান অন্য কুমার ত্রিপুরা ও পূর্নধর চাং কারবারীসহ পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাজেকের বিভিন্ন দূর্গম এলাকায় বসবাসরত খাদ্য সংকটে থাকা ২০৮টি পরিবারের মাঝে প্রতি পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের সভাপতি রিটন তালুকদার ।

প্রসঙ্গত, জুমের ফসলহানির কারণে সাজেকের ২০টির মতো গ্রামের প্রায় ২ হাজার পরিবারে বিগত কয়েক মাস ধরে তীব্র খাদ্য সংকট চলছে। সংকট মোকাবেলা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, রাঙামাটি জেলা প্রশাসক, সেনাবাহিনী, স্থানীয় জনপ্রতিনিধিরা দূর্গত এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। তবে প্রতিবছর সাজেকের প্রাক-বর্ষা মৌসুমে খাদ্য সংকট থাকলেও এবছর তা তীব্র হয়েছে। বিগত কয়েক বছর ধরে জুমে কম ফসল হওয়ায় এবং প্রাকৃতিক সম্পদের উৎস হ্রাস পাওয়ায় এবছর খাদ্য সংকট তীব্র হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান, হ্যাডম্যান, কার্বারী ও দুর্গম এলাকায় বসবারতরা