পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম ও শান্ত হত্যাকারীদের গ্রেফতার, পার্বত্যাঞ্চলে আঞ্চলিক পাহাড়ি সংগঠন গুলোর লালিত সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজি বন্ধ এবং পাহাড়ি জনপদে সকলের নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি প্রত্যাহারকৃত সকল সেনাবাহিনীর সকল ক্যাম্প পুনঃস্থাপন ও সেনাবাহিনীর বিরুদ্ধে দেশি-বিদেশি যে ষড়যন্ত্র চলছে তা বন্ধের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙায় মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শনিবার (১৩ মে) সকালে মাটিরাঙার তবলছড়ি চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাবেক সভাপতি  ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সহ-সভাপতি ইব্রাহিম মনির, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন, মাটিরাঙা উপজেলা শাখার রবিউল ইসলাম ও পৌর কমিটির মো. জয়নাল আবেদীন প্রমুখ।

এসময় মানববন্ধন থেকে আঞ্চলিক পাহাড়ি সংগঠনগুলোর লালিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে  (২৩) দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ির উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যাওয়ার পর  ছাদিকুল ইসলাম নিঁখোজ হন। নিখোঁজের তিনদিন পর ১৩ এপ্রিল বিকালে রাঙামাটি জেলা নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায়  ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায়  পাওয়া যায়।

শেয়ার করুন