গরমে কাপড়ের ভেতরে তাপমাত্রা কমবে ৫ ডিগ্রি!

নয়াবাংলা ডেস্ক: গরমে কাপড়ের ভেতরে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে এমন অসাধ্য সাধন করেছেন চীনের একদল বিজ্ঞানী।

সাধারণত শীতের সময় শীতকালীন পোশাক পরে শরীর গরম রাখতে হয়। কিন্তু গরমকালে শরীর ঠান্ডা রাখা পোশাক এই প্রথম বানানো হলো।

চীনা বিজ্ঞানীরা টি-শার্ট বানিয়েছেন। এতে টাইটেনিয়াম ডাই-অক্সাইড রয়েছে–এমন সিনথেটিক ফাইবার বেন্ড ব্যবহার করা হবে।

সুত্র-গুড ​নিউজ নেটওয়ার্ক

শেয়ার করুন