হাটহাজারীতে হেফাজত কর্মী গ্রেফতার

চট্টগ্রাম: হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির এক কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার হেফাজত কর্মীর নাম আসাদুল্লাহ প্রকাশ মোহাম্মদ আসাদ (৩০)। তিনি হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলারও আসামি।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীর ফটিকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আফসার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহিংসতা মামলার আসামি আসাদকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হেফাজতের হাটহাজারী উপজেলা কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং পৌরসভা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন আসাদ।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে বিক্ষোভ ও সংঘর্ষ হয়। এ সময় হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাক বাংলোতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় সাড়ে ৪ হাজার জনকে আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ। মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনকে আসামি করা হয়। এসব মামলায় এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন