মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন
অনির্বাণ ক্লাব আভ্যন্তরীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অনির্বাণ ক্লাব আভ্যন্তরীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : হামজারবাগ অনির্বাণ ক্লাব আভ্যন্তরীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট (দিবা/রাত্রি) ক্লাব মাঠ প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ মে) সন্ধ্যা ৭টায় অনির্বাণ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করবেন ক্লাবের সদস্য মাহমুদুর রহমান আবু।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, তরুনদের উজ্জীবিত ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ক্লাবের সদস্য ও এলাকার তরুনদের নিয়ে ভাষা শহিদ ও বীর শ্রেষ্ঠদের নামে বিভিন্ন দল গঠন করা হয়। নতুন প্রজম্মের কাছে স্মরনীয় ও শহিদদের সম্মানার্থে প্রতিটি দলকে লটারির মাধ্যমে বিভিন্ন ভাষা শহিদ ও বীরশ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়।

দলগুলো হলো-ভাষা শহিদ সালাম, বরকত, জব্বার, শফিউর রহমান, রফিক ও বীরশ্রেষ্ঠ নূর মো:শেখ, মুন্সি আব্দুর রউফ, মোস্তফা কামাল, মতিউর রহমান, হামিদুর রহমান, রহুল আমিন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর দল।

টুর্নামেন্টে সর্বমোট ১২ দল অংশ গ্রহণ করে প্রতি দলে ৪ জন করে খেলায় অংশ গ্রহন করবে ও একজন অতিরিক্ত খেলোয়ার থাকবে। খেলার সময়কাল হবে ৪০ মিনিট।

সময়সূচি : ১২ মে সন্ধ্যা ৭ টায় ভাষা শহিদ আব্দুর জব্বার বনাম বীরশ্রেষ্ঠ নূর মো:শেখ, ১৩ মে সন্ধ্যা ৭টায় ভাষা শহিদ সফিউর রহমান বনাম বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রব, ১৩ মে রাত ৮ টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বনাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ১৪ মে সন্ধ্যা ৭ টায় ভাষা শহিদ সালাম বনাম বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, ১৪ মে  রাত ৮ টায় ভাষা শহিদ আব্দুর জব্বার বনাম ভাষা শহিদ রফিক, ১৫ মে সন্ধ্যা ৭ টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বনাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ১৫ মে রাত ৮ টায় ভাষা শহিদ বরকত বনাম ভাষা শহিদ সালাম, ১৬ মে সন্ধ্যা ৭ টায় ভাষা শহিদ রফিক বনাম বীরশ্রেষ্ঠ নূর মো:শেখ, ১৬ মে রাত ৮ টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বনাম মুন্সি আব্দুর রউফ, ১৭ মে সন্ধ্যা ৭ টায় ভাষা শহিদ বরকত বনাম বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, ১৭ মে রাত ৮ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বনাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ১৭ মে রাত ৯ টায় ভাষা শহিদ সফিউর রহমান এর মুখামুখি হবে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর দল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনির্বাণ ক্লাবের কার্যকরী সদস্য ফরিদ আহমদ চৌধুরী, মুজিবুর রহমান বাদল, আলহাজ্ব হাবিবুর রহমান, নিজাম উদ্দিন, সভাপতি আকতার হোসেন চৌধুরী স্বপন, সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী, ফিলিপ রিবেরু, মো: মহিন উদ্দিন, সাধারন সম্পাদক সরওয়ার উদ্দিন দিলু, সহ-সাধারন সম্পাদক জাহেদ হোসেন চৌধুরী, মো:মাহফুজুর রহমান হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন এলাহী সোহেল, অর্থ সম্পাদক- মনির হোসাইন, আবুল খায়ের, সৈকত বড়ুয়া রুপক মো:মোকতার আলী, মো: মামুন, আছব আলী, ফয়েজ, বোরহান, জব্বার, মো: তারেক প্রমূখ।

শেয়ার করুন