চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা
দ্বি-বার্ষিক নির্বাচন : সভাপতি খোকন, মহাসচিব শাহীন

সভাপতি খোকন, মহাসচিব শাহীন

রাজধানীতে কর্মরত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১ জেলার সাংবাদিকদের সমন্বিত সংগঠন চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা-সিডিজেএফডি’র বার্ষিক সাধারণ সভার কার্যকরী অধিবেশনে সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমান খোকন (করতোয়া) সভাপতি ও সদস্য সচিব শাহীন উল ইসলাম চৌধুরী (বিজয় টিভি) মহাসচিব নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা নির্বচিত হয়। ২০১৫ সালে ৬ ফেব্রুয়ারি ১১ জেলার সাংবাদিকদের নিয়ে এই ফোরাম প্রতিষ্ঠিত হয়। জেলা সমূহ হলো : চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগরাছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া।

শনিবার (১৩ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সাধারণ সভায় কার্যকরি পরিষদের নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সিঃ সহ-সভাপতি : খোন্দকার মোজাম্মেল হক (আজকের সূর্যোদয়) সহ-সভাপতি: মোঃ মোস্তফা কামাল (ইউএনবি), যুগ্ম মহাসচিব : ফিরোজ আলম মিলন (আজকের বসুন্ধরা), আবু তাহের (প্রতিমুহূর্ত.কম), সাংগঠনিক সম্পাদক: মফিজুর রহমান খান বাবু (কালবেলা), অর্থ সম্পাদক : শাহাদাত হোসেন নিজাম (বিটিভি), দপ্তর ও কল্যাণ সম্পাদক : জাকির হোসেন লিটন (নয়াদিগন্ত), প্রচার ও প্রকাশনা : আহমেদ তোফায়েল (যায়যায়দিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: মোতাহার হোসেন  (বর্তমান), নারী বিষয়ক সম্পাদক : মোমেনা আক্তার পপি (আমার দিন)। নির্বাহী পরিষদ সদস্য : সৈয়দ আবদাল আহমেদ (আমার দেশ), শাহেদ চৌধুরী (সমকাল), সোহেল হায়দার চৌধুরী (বর্তমান), সাজ্জাদ হোসেন (বাসস), নূরুল ইসলাম খোকন (সমকাল), মশিউর রহমান রুবেল (জনতা), শামসুদ্দিন আহমেদ  (ইত্তেফাক), জাগরণ চাকমা (দ্যা ডেইলি ইনডিপেন্ডেন), নাসিমা আক্তার সোমা (দ্যা ডেইলি অবজারভার)।
এছাড়া ১১ জেলার মনোনীত প্রতিনিধি পদাধিকার বলে এ কমিটির সদস্য হবেন।

কার্যকরি অধিবেশনের সাবজেক্ট কমিটির প্রধান বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের নির্বাচিত নতুন কমিটি নাম ঘোষণা করেন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন