মাটির নিচে বিপুল পরিমাণ বিস্ফোরক
ঝিনাইদহে দুটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

ঝিনাইদহের সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। আইন শৃংখলা বাহিনীর নিশ্চিত হয়েছেন বাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। র‌্যাবের খুলনা অফিস থেকে নিজস্ব বোমা ডিজপোটাল ইউনিট ঘটনাস্থলে আসলে চূড়ান্ত অভিযান শুরু হবে।

মঙ্গলবার (১৬ মে) ভোরে উপজেলার পোড়াহাটি ধানবাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি দুটি র‌্যাব ঘিরে রাখে। বাড়ি দুটি শহর থেকে ৫ কিলোমিটার এবং র‌্যাব ক্যাম্পের ৫০০ গজের মধ্যে অবস্থিত।  এর মধ্যে একটি বাড়ির মালিক ঝিনাইদহের মহেশপুরের জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি তুহিনের। অন্যটির মালিক তার চাচাতো ভাই প্রান্ত।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মুনির আহমেদ জানান, বাড়ি দুটির ওপর আগে থেকেই নজর রাখা হচ্ছিল। সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক আছে নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার ভোরে ঘিরে রাখা হয়। এরপর সকাল ৮টায় সেখানে অভিযান শুরু করে র‌্যাব।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ওই বাড়ি দুটিতে মাটির নিচে পুঁতে রাখা বিস্ফোরক রয়েছে।

র‌্যাবের খুলনা অফিস থেকে নিজস্ব বোমা ডিজপোটাল ইউনিট ঘটনাস্থলে আসলে চূড়ান্ত অভিযান শুরু হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, বাড়ি দুটিতে জঙ্গি আছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয়রা জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়ির আশপাশে কাউকে ভিড়তে দিচ্ছে না।

শেয়ার করুন