প্রবাসী কল্যাণমন্ত্রীর সফর
আমিরাতে খুলছে বাংলাদেশিদের শ্রমবাজার

প্রবাসী শ্রমিক। ফাইল ছবি

সৌদি আরবের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত।  একটি কূটনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে দেশটিতে দীর্ঘদিন ধরে শ্রমবাজার বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খোলার ব্যাপারে ব্যাপক আশার আলোচ্ছ্বটা দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে ব্যাপক হারে কর্মী পাঠানোর জন্য ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর চেষ্টার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন।  সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন কর্মসংস্থানমন্ত্রী। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে সীমিত ক্ষেত্রে কর্মী যাচ্ছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সংযুক্ত আরব আমিরাতের সব সেক্টরে কর্মী নিয়োগের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত ও সম্প্রসারণের জন্য সাত সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা সৌদি আরব ও মালয়েশিয়াসহ অন্যান্য শ্রমবাজার উন্মুক্ত ও সম্প্রসারণ হয়েছে। বর্তমানে সেসব দেশে প্রতিদিনই ব্যাপক সংখ্যক দক্ষ কর্মী যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে আরও বেশি সংখ্যক কর্মী নিয়োগ এবং বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে দুই দেশ উচ্চপর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবে।

সংযুক্ত আরব আমিরাতে সফরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সে দেশের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী সাকর গোবাশ সাইদ গোবাশ এবং উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ সাইফ বিন যাইদ আল নাহইয়ানের সঙ্গে কর্মী পাঠানোসহ দুই দেশের বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠককালে মন্ত্রী দুই দেশের মধ্যে কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

প্রতিনিধি দলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, যুগ্ম সচিব মো. মিজানুর রহমান, যুগ্ম সচিব ও মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরীসহ মন্ত্রণালয় ও দফতর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ২১ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন