সায়মা ওয়াজেদ সম্পাদিত ‘অনন্য ছবি’র মোড়ক উন্মোচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনের সম্পাদনায় প্রকাশিত বই ‘অনন্য ছবি’র মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (১৬৫ মে) রাজধানীর বঙ্গবন্ধুর কনভেনশন সেন্টারে ১৩৬তম আইপিইউ সম্মেলনে যোগ দেওয়া দেশি-বিদেশি অতিথির উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটিতে বাংলাদেশের বিভিন্ন এলাকার বিশেষ দক্ষতা সম্পন্ন (অটিস্টিক) শিশু শিল্পীদের ২৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মার্টিন চুন গং। এ সময় সায়মা ওয়াজেদ হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বইটি এসব শিল্পীর স্বপ্ন। এ বইয়ের মাধ্যমে তারা পুরো বিশ্বকে দেখছে। এসব ছবি থেকে তাদের চিন্তার জগৎকে চেনা যাবে। বছরের পর বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শিল্পীর আঁকা চিত্রকর্ম সংবলিত যেসব গিফট কার্ড পেয়েছেন,সেখান থেকে বেশ কিছু ছবি বইটিতে স্থান পেয়েছে।

এ বই বিক্রির টাকা সূচনা ফাউন্ডেশনকে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, বিশেষভাবে সক্ষম সমাজের এসব ব্যক্তির জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করা মানে মানবতার প্রতি দায়িত্ব পালন করা।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশেষভাবে সক্ষম এসব মানুষের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে সবচেয়ে বেশি কথা বলার সুযোগ রয়েছে সংসদ সদস্যদের।

শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাবিশ্বের সংসদ সদস্যদের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্পিকার আরও বলেন, এ বইয়ের রঙের মতো আমরা রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করে যাব।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া,সংসদ সদস্য ও আইপিইউ সম্মেলনে আসা বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন