দেশের রত্ন দেশে ফিরেছে, জীবিত নয়, শুধু মরদেহ

ঢাকা: দেশের রত্ন দেশে ফিরেছে। তবে জীবতি নয় মৃত। ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউয়ুমের মরদেহ।

রোববার (২৯ আগস্ট) হাসপাতালে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে মারা যান তিনি।

এর আগে, শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমানের মাস্কাট থেকে ১২৪ যাত্রী নিয়ে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ অসুস্থ বোধ করেন।

পরে ফ্লাইটটিকে মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

রাজধানীর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তার সহকর্মীরা স্যালুট দিয়ে বিদায়ের শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় চারিদিকের পরিবেশ শোকে ভারী হয়ে ওঠে।

নিজের জীবন বাজি রেখে এভাবে পাইলট নওশাদ চোখের আড়াল হবেন তা মানতে পারছিলেন না তার সহকর্মীরা। এ মৃত্যু যেন গর্বের।

বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়। দাফন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দুপুর ২টায় রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদরদপ্তর বলাকায় তার জানাজা হয়।

জানাজায় অংশ নেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এছাড়া বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা, কর্মচারীসহ তার নিকটাত্মীয় ও বন্ধুরা জানাজায় অংশ নেন।

এতে ইমামতি করেন বলাকা মসজিদের ইমাম মুফতি মাওলানা কাইয়ুম।

শেয়ার করুন