পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ ঝরণা খানম
খেলাধুলা মন ও শরীর প্রফুল্ল রাখে, সাংস্কৃতিক চর্চা মেধা বিকশিত করে

চট্টগ্রাম : সরকারী সিটি কলেজ ছাত্র সংসদ (দিবা)’র উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, অন্তঃক্রীড়া প্রতিযোগিতা, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ মে) শহীদ তবারক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র সংসদ (দিবা)’র ভিপি আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জি.এস. মারুফ আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ঝরণা খানম। তিনি বলেন -“খেলাধুলা মানুষের মন ও শরীরকে প্রফুল্ল রাখে, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা মেধাকে বিকশিত করে। শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রেখে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় ছাত্র-ছাত্রীদের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে আমরা সুশিক্ষার পাশাপাশি স্বশিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখতে পারব। সাথে সাথে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমরা আমাদের ছাত্র সমাজকে সুদক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশের উন্নয়নে স্বাক্ষর রাখতে সক্ষম হব।”

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মঞ্জুর আহমেদ বলেন-“সাংস্কৃতিক কর্মকাণ্ডই পারে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে”। এছাড়া আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার শাহাদাত, শিক্ষক ক্লাবের সম্পাদক খলিলুর রহমান, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার ভারপ্রাপ্ত অধ্যাপক সৌরভ কুমার বড়ুয়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ভারপ্রাপ্ত অধ্যাপক আহমদ ছোবহান, অন্তঃক্রীড়া প্রতিযোগিতার ভারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ছাত্র সংসদ (দিবা)’র এ.জি.এস. নিয়াজ মোরশেদ, বিচিত্রা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহনেওয়াজ রাজিব, বক্তৃতা ও বিতর্ক সম্পাদক আবদুর রহিম জিল্লু, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল, সদস্য আইয়াজ মহিউদ্দীন প্রমূখ।

শেয়ার করুন