প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ফজলে করিম চৌধুরী
সমন্বিত উদ্যোগে কাজ করলে সিঙ্গাপুর শহরের আদলে রূপ পাবে চট্টগ্রাম

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন রেল মন্ত্রণালয় সম্পার্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : ‘আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামকে ভালোবাসি। সারাদেশের কথা যেভাবে ভাবি, চট্টগ্রামের কথা তার চেয়ে বেশি ভাবি। চট্টগ্রামে আসলে অনেক কিছু করা দরকার। কিন্তু আমাদের কো-অর্ডিনেশন নেই। এজন্য আমরা অনেক পিছিয়ে আছি। দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম চললেও চট্টগ্রামে কাঙ্খিত উন্নয়ন হয়নি। তবে আন্তরিকতার সাথে সমন্বিতভাবে কাজ করলে দুই-তিন বছরে চট্টগ্রামকে সিঙ্গাপুর শহরের আদলে করা যায়। এক্ষেত্রে ঐক্যবদ্ধ  প্রচেষ্টা প্রয়োজন।’

বৃহস্পতিবার (১৮ পস) চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘নান্দনিক চট্টগ্রামের নন্দিত নাগরিক’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

ফজলে করিম চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে স্পিড ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে দুই ঘণ্টায় চট্টগ্রাম-ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে। এ কাজে প্রায় ৫০ হাজার কোটি টাকা প্রয়োজন। তবে আশার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে নীতিগত সম্মতিও দিয়েছেন।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে ফজলে করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে কেবল মেয়রকে দায়ী করে লাভ নেই। সমন্বিত পরিকল্পনা নেই। উন্নয়নে আমরা অনেক পিছিয়ে আছি। চসিক, সিডিএ, ওয়াসা, চট্টগ্রামের এমপি-মন্ত্রী সবাই মিলে কী করতে পারি সেটা দেখতে হবে। এলাকার সকল সাংসদ ও নীতি নির্ধারকরা মিলে চট্টগ্রামের সমন্বিত উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশাল ফান্ড চাইব।

সংবাদপত্র দেশের মানুষকে দিক নির্দেশনা দেয় উল্লেখ করে ফজলে করিম চৌধুরী বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে কি ভুল হচ্ছে তা ধরিয়ে দেন। আপনারা (সাংবাদিকরা) বললে সরকারের কানে যায়। সরকার বুঝতে পারে কি করা দরকার।

ফজলে করিম বলেন, আমার কিছুর অভাব নেই। মানুষের জন্য রাজনীতি করছি, পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। চট্টগ্রামের রাউজানে ১৮২টি স্কুলে দুপুরে প্রতিদিন ২০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে খাওয়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, সেখানকার মানুষের জন্য দুটি উপ-শহর করেছি, কর্মসংস্থানের জন্য শিল্পনগর করছি, যেখানে অর্ধ লক্ষেরও বেশি লোকের কর্মসংস্থান হবে। মানুষের জন্য কাজ করতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন সরকারের আমলে রেলে লুটপাট হয়েছে উল্লেখ করে ফজলে করিম বলেন, ফয়’স লেকে রেলের ৩৩৭ একর জায়গা মাত্র ২৫ লাখ টাকায় দিয়ে দেয়া হয়েছে। এভাবে রেলের সম্পদ লুটপাট হয়েছে। দায়িত্ব নেওয়ার পর দেখলাম, রেলের ৬৩ হাজার একর জমির মধ্যে অধিকাংশই বেদখল। এসব জমি উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি রেলের ভূমিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয় বাড়ানোর চেষ্টা চলছে। তবে এখনো রেলের বিভিন্ন অব্যবস্থাপনা রয়ে গেছে।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক নয়াবাংলার সম্পাদক জিএম এনায়েত উল্লাহ, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। ফজলে করিম চৌধুরীর জীবনী পাঠ করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, নির্বাহী সদস্য ম. শামসুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী ও মোয়াজ্জেমুল হক।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউল হাকিম, বাসসের ব্যুরো প্রধান সমীর কান্তি বড়ুয়া, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, ক্লাবের স্থায়ী সদস্য স্বপন কুমার মল্লিক, তমাল চৌধুরী, জামাল উদ্দিন ইউসুফ, মাছরাঙা টিভির তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানশেষে প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম প্রেসক্লাবের জন্য ২৫০ কেভির একটি জেনারেটর হস্তান্তর করেন।

শেয়ার করুন