বাঙালি ছাত্র পরিষদের হরতাল, সমঅধিকার আন্দোলন’র অবরোধ
খাগড়াছড়িতে তিন সংগঠনের ভিন্ন ভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালিত

খাগড়াছড়িতে তিন সংগঠনের শান্তিপূর্ণ সকাল-সন্ধা হরতাল ও সড়ক অবরোধ পালিত। ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ি : তিন সংগঠনের ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে সকাল-সন্ধা হরতাল ও সড়ক অবরোধ। পুলিশের অনুমতি না থাকায় সমাবেশ করতে পারেনি কোন সংগঠন। স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তায় অপ্রীতিকর কোন ঘটনাও ঘটেনি।

রবিবার (২১ মে) বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখার সকাল-সন্ধা হরতাল এবং পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের ডাকে সড়ক অবরোধ পালিত হয়েছে।

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে ভিন্ন ভিন্ন কর্মসূচি আহ্বান করায় জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম বলেন-‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসমাবেশের অনুমতি দেয়া হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’

ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম হত্যার বিচার ও পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর গুম অপহরণ অব্যাহত চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে শুক্রবার (১৯ মে) সকালে শহরের একটি রেষ্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রবিবার ২১মে সকাল-সন্ধা হরতাল ঘোষণা করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখা।

সাংবাদিক সম্মেলনে, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দাবীকরে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাঈন উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মৃদুল বড়ুয়া, প্রচার সম্পাদক শাহীন আলম, অন্যান্য উপজেলা এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এস এম মাসুম রানা বলেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২১ মে জেলার সকল উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছে। একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জেলা, উপজেলা ও সকল অংগসংগঠনকে বাদ দিয়ে বাঙালিদের নাম ভাঙ্গিয়ে পকেট ভারী করার জন্য তথাকথিত কিছু কর্মসূচি ঘোষণা করে মানুষের মাঝে বিভ্রাান্তি তৈরী করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ।

পরে শনিবার ২০মে বেলা ১১টার দিকে স্থানীয় অরুনিমা কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে, পার্বত্য চট্টগ্রামে উপজাতী সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ, অপহরণ বন্ধের দাবি ও সাম্প্রতিক সময়ে মহালছড়ি উপজেলার মোটরসাইকেল চালক সাদেকুল হত্যার বিচার এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র বন্ধের প্রতিবাদে রবিবার ২১মে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্তর মুক্তমঞ্চে মহাসমাবেশের  ঘোষণা দিয়ে তা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রিয় কমিটি ও নাগরিক কমিটি।

পিবিসিপি’র সন্ত্রাসবিরোধী মহাসমাবেশকে বানচাল করতে একটি পক্ষের ইন্দনেই মাঈন উদ্দিন-মাসুম রানারা সমাবেশের বিরোধীতা করছে। অচিরেই বিরোধীতাকারীদের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত আসছে বলে হুশিঁয়ারী দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠা সভাপতি ইঞ্জিয়ার আলকাছ আল মামুন, কেন্দ্রিয় নাগরিক পরিষদের এড. এয়াকুব আলী চৌধুরী, নূর জাহান বেগম, মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহায়ক ইঞ্জিয়ার আব্দুল মজিদ প্রমুখ।

শেয়ার করুন