এবারও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক : মহামারি করোনার কারণে এ বছরও অনুষ্ঠিত হচ্ছে না নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশ থেকে এই পুরস্কারের পদক ও সনদ গ্রহণ করতে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের সম্পদের উইল অনুসারে নোবেল ফাউন্ডেশন গঠন করা হয়। ১৯০১ সাল থেকে এই ফাউন্ডেশন মানবসেবার বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পুরস্কার দিয়ে আসছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন এই তথ্য জানায়। এর আগে, গত বছরও মহামারি করোনার কারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, অনেকেই মনে করতে পারেন করোনাভাইরাস মহামারী শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি। পুরস্কারপ্রাপ্তদের উপস্থিতি ছাড়াই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন এই বছরের পুরস্কার দেয়া হবে।

বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর নোবেল পুরস্কারের ছয় বিভাগ- চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

শেয়ার করুন