বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স
আইটি শিক্ষায় বাংলাদেশ বিশ্বে অন্যতম : এমএ লতিফ এমপি

বিনামূল্যে আইটি কোর্স সম্পন্নকারী দুইশত শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ

বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিচ্ছেন এমএ লতিফ এমপি। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : বর্তমান প্রজন্মকে আধুনিক কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম-১১ আসনের শিক্ষার্থীদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেছে এমএ লতিফ এমপি।

প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার পর বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছে বিপুল সংখ্যক শিক্ষার্থী।  প্রশিক্ষণশেষে দুইশত শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

রবিবার (২২ মে) বিকাল ৫টায় চিটাগাং চেম্বার মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এমএ লতিফ এমপি।

অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র গৃহীত পদক্ষেপ কার্যকর করতে বর্তমান ছাত্র সমাজের জন্য কম্পিউটার শিক্ষা আবশ্যকতার প্রতি গুরুত্বারোপ করেন এমএ লতিফ এমপি।

এছাড়া তিনি সমাজের নারীদের নিজেদের মধ্য জড়তা দূর করে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন।  দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি উল্লে­খ করে এমএ লতিফ এমপি বলেন-গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার সুদৃঢ় পদক্ষেপের কারণে স্বল্প সময়ে আইটি শিক্ষায় বাংলাদেশ বিশ্বে অন্যতম দেশ হিসেবে পরিগণিত হয়েছে।  শিক্ষার্থীদের তিনি নিজ নিজ কাজের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়ার তাগিদ দিয়ে বলেন-যত্নসহকারে কাজ করলে তোমার করা কাজটি হবে সেরা কাজ, তুমি হবে সমাজের সেরা মানুষদের একজন।

অনুষ্ঠানে এমএ লতিফ এমপি’র তৃতীয় পুত্র চেম্বারের নবনির্বাচিত পরিচালক ওমর হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ফলে দেশের জনগণের মাথাপিছু আয় অনেক বৃদ্ধি পেয়েছে ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। তিনি নতুন প্রজন্মকে বাংলাদেশ আওয়ামীলীগ’র পতাকাতলে থেকে সত্যিকার দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থে একত্রে কাজ করার আহবান জানান।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ নতুন প্রজন্মকে আধুনিক তথ্য ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এমএ লতিফ এমপি কর্তৃক গৃহীত এ ধরণের পদক্ষেপকে স্বাগত জানান।

প্রশিক্ষণার্থীরা তাদেরকে পরীক্ষা পরবর্তী অবসর সময়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ করে দেয়ায় এমএ লতিফ এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  এ সময় মহানগর আওয়ামীলীগ’র উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ, লবন শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, আওয়ামীলীগ নেতা জানে আলম, মামুন রাজা, আব্দুল মান্নান, প্রশিক্ষণ কোর্সের প্রধান প্রশিক্ষক উত্তম কুমার দাশ, সমন্বয়কারী মোঃ মাহবুব আলমসহ প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন