ঢাকা : এবারও হচ্ছে না কর মেলা। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে কর অঞ্চলগুলোকে জানানো হয়েছে এবারও কর মেলা হবে না। ২০২০ সালের শুরু থেকে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত বছর থেকেই এ আয়োজন বন্ধ রেখেছে এনবিআর। ধারাবাহিকতায় চলতি বছরও এক পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
করদাতাদের উৎসবমুখর পরিবেশে কর প্রদানে উদ্বুদ্ধ করতে কয়েক বছর ধরে কর মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজধানী ছাড়াও এ ব্যবস্থা করা হয় জেলা ও উপজেলা শহরেও। ধীরে ধীরে এ কার্যক্রম ইউনিয়ন পর্যায়েও নেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
কর মেলা না হওয়ার বিষয়ে এনবিআর জানায়, করোনা পরিস্থিতি বিবেচনায় কর মেলা বাতিল করা হয়েছে চলতি বছরও। এক্ষেত্রে করদাতারা নিজ নিজ কর অঞ্চলে গিয়ে রিটার্ন দিতে পারবেন। সেখানে সুযোগ-সুবিধা বাড়ানো হবে তাদের জন্য।
কর মেলা না হলেও করদাতারা যাতে প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশ পান, সে জন্য সম্প্রতি অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর। নভেম্বর মাসের শেষ দুই সপ্তাহ প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশ তৈরি করা হবে বলে জানানো হয়। তবে গতবারের মতো ব্যাংকে টাকা জমা দিয়ে অঞ্চলগুলোতে শুধু রিটার্ন জমা করতে পারবেন করদাতারা।