হয়তো ইয়াবা ব্যবসা ছাড়ো নয়তো দেশ ছাড়তে হবে : আইজিপি

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে এসেছি এইসবের বিরুদ্ধে চেতনা জাগাতে। যদি পুলিশের বিরুদ্ধেও ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ থাকে তাকেও ছাড় দেয়া হবেনা। প্রতিটি এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের উপর চড়াও হতে বল্লেন কমিউনিটি পুলিশিং সদস্যদের। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করে প্রশাসনকে সহায়তা করার আহবান জানিয়ে আজিপি বলেছেন হয়তো ইয়াবা ব্যবসা ছাড়ো, নয়তো দেশ ছাড়তে হবে।

২৪ মে (বুধবার) টেকনাফ সফরে তিনি বাহার ছড়া তদন্ত কেন্দ্র ও টেকনাফ মডেল থানার নব নির্মিত ভবন উদ্বোধনশেষে বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কে এম শহীদুল হক এসব কথা বলেন।

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন-এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। কথিত জিহাদের নামে বিপদগামী করছে দেশের যুবকদের। তাই তিনি পুলিশের জিরো ট্রলারেন্স নীতির কথা উল্লেখ করে ইয়াবা জঙ্গীবাদ সম্পর্কে জেলা পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

জেলা পুলিশ সুপার ডক্টর একে, এম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিআইজি মি. এস, এম মনিরুজ্জামান (চট্টগ্রাম বিভাগ), জেলা প্রশাসক আলী হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান বক্তব্য রাখেন। টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্ধ, জেলার প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ এতে যোগদান করেন।

শেয়ার করুন