রাঙ্গামাটিতে বিটমানি গ্লোবাল ডটনেট প্রতারণা!
কোটি টাকা হাতিয়ে লাপাত্তা পুলিশ সদস্য টারজান খীসা

অধিক লাভের লোভে বিনিয়োগ, অত:পর সর্বস্বান্ত ওরা

রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সামেন প্রতারণা শিকার লোকজন স্থানীয় সংবাদকর্মীদের সামনে অভিযোগ তুলে ধরে বিনিয়োগের টাকা ফের পাওয়ার দাবি জানান। ছবি : প্রতিনিধি

রাঙ্গামাটি : দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ইউনিপে টু এবং ডেসটিনির পর এবার রাঙ্গামাটিসহ পার্বত্য এলাকায় প্রতারণার ফাঁদ পেতেছে ‘বিটমানি গ্লোবাল ডটনেট’ নামে একটি ভুয়া এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কোম্পানি।  পার্বত্যজেলাজুড়ে হাজারো গ্রাহক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে প্রতারক চক্র। এর মূলহোতা পুলিশের নায়েক টারজান খীসা পলাতক রয়েছেন। ভুক্তভোগীরা আইন-শৃংখলা বাহিনীর দ্বারাস্থ হয়ে এর প্রতিকার চাইছেন।

জানা গেছে, দ্বিগুন লাভের  প্রলোভনে প্রায় দুই শহস্রাধিক সাধারণ মানুষ কোটি কোটি টাকা বিনিয়োগ করে এখন সর্বস্বান্ত। লাপাত্তা হয়েছেন রাঙ্গামাটিতে কর্মরত পুলিশের সদস্য টারজান খীসা।  তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার দেহরক্ষী হিসেবে কর্মরত।

শুক্রবার (২৬ মে) সকাল থেকে রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপায় জড়ো হন টারজান খীসার বিটমানি গ্লোবাল ডটনেটের প্রতারণার শিকার কয়েকশ’ বিনিয়োগকারী।  তারা নিজেদের টাকা ফেরত পেতে যোগাযোগের চেষ্টা করেন বনরূপায় বসবাসকারী কোম্পানির মালিক নামধারী টারজান খীসার সঙ্গে।  কিন্তু তার কোনো দেখা পাননি গ্রাহকরা।  মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে গ্রাহকদের গালাগালি ও নানা হুমকি দেন এবং কোনো রকম টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান তিনি।  পরে মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেন। এ অবস্থায় রাত ৯টার দিকে বনরূপার রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটিতে স্থানীয় সংবাদকর্মীদের মুখোমুখি হন প্রতারণার শিকার শতাধিক নারী-পুরুষ।

টারজান খীসা

এ সময় তারা সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে জানান, প্রথমে ইউনিপে টু’এর সঙ্গে জড়িত ছিলেন টারজান খীসা। ওই সময় তার প্রতারণার ফাঁদে পড়ে বহু লোককে পথে বসতে হয়েছে।  পরে ২০১৬ সালে ‘বিটমানি গ্লোবাল ডটনেট’ নামে বিনিয়োগে প্রলুব্দ করে নতুন করে প্রতারণার ফাঁদ পাতেন।  রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় প্রতারণার জাল ফেলে সাধারণ ও সহজ-সরল লোকজনকে বিনিয়োগে পাঁচ মাসে দ্বিগুন লাভের প্রলোাভনের ফাঁদে ফেলেন।  এতে অধিক লাভের আশায় সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা তার হাতে তুলে দেন মানুষ।  প্রায় দুই হাজারের অধিক লোকজন এভাবে বিনিয়োগ করেছেন।

দীপন চাকমা, এশা তালুকদার, ছোট মায়া চাকমা, সূচিত্রা চাকমা, দীপংকর চাকমা, চিরজ্যোতি চাকমা, নির্মলা চাকমা, পুর্ণিমা বড়ুয়া, রাকেশ চাকমা, চন্দ্র লাল চাকমাসহ প্রতারণার শিকার অনেকে বলেন, আমরা ২০১৬ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে দ্বিগুন লাভ পাওয়ার প্রলোভনের শিকার হয়ে লাখ লাখ টাকা বিনিয়োগে টারজান খীসার হাতে নগদ জমা দিয়েছিলাম।  অনেকে বিভিন্নভাবে ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন।  পরে নির্দিষ্ট সময় এলে আমরা বিনিয়োগ ফেরতসহ লাভের টাকা পাওয়ার জন্য তার কাছে বারবার দ্বারস্থ হই। কিন্তু তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখান, টাকা দেন না।  কারও সঙ্গে দেখা করেন না।  ফোন করলে উল্টো হুমকি দেন এবং নানা প্রভাব দেখান। এক পর্যায়ে তার সঙ্গে বসে আসল টাকা ফেরত দেয়ার জন্য লিখিত অঙ্গিকারনামা নিয়েছি।  কিন্তু আজ পর্যন্ত কাউকে আসল টাকাও ফেরত দেয়া তো দূরের কথা, সব সময় নানাভাবে হুমকি দিয়ে আসছেন টারজান।

ভুক্তভোগীরা জানান, টারজান খীসা বর্তমানে তার ওই বিটমানি ডটনেট ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন।  তা ছাড়া এখন জানতে পেরেছি সেটিকে আন্তর্জাতিক কোম্পানি প্রচার করলেও নিজেই তৈরি করেছেন তিনি। কয়েক হাজার সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে এখন উল্টো দাপট দেখান টারজান।  আমরা তার প্রলোভনের ফাঁদে পড়ে অনেক কষ্টার্জিত ও ঋণ নেয়া টাকা বিনিয়োগ করেছি। বর্তমানে আমরা সব সহায়-সম্বল হারিয়ে নিরূপায়। আমাদের বিনিয়োগের আসল টাকা ফেরত পেতে আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করি। প্রয়োজনে অচিরেই আমরা আইনের সহায়তা নেব।

উল্লেখ টারজেন খীসা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পুলিশের বডিগার্ট হিসাবে কর্মরত থাকা অবস্থায় ইউনিপেটু নামে উদ্দীপন চাকমাসহ রাঙ্গামাটি  থেকে ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ।

অভিযোগ সম্পর্কে জানতে টারজান খীসার মোবাইল ফোন (০১৭৪৩৬৯৯০২০, ০১৮২৮৮০৭০৭০) নম্বরে কল দিলে দুটি নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চইলে পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।