মুক্তিতে বাধা নেই বিএনপি নেতা আসলাম চৌধুরীর

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।  আজ রবিবার (২৮ মে) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে এ আদেশ দেন।

আদেশের ফলে তার মুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে ভারতে আসলাম চৌধুরী বৈঠক করেছেন_এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশের পর আসলাম চৌধুরীকে গত বছরের ১৫ মে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে নগরীর গুলশান থানায় ওই বছরের ২৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে পুলিশ। মামলায় অবৈধভাবে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এ মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে। রুলে তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।

আদালতে আসলামের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট জামিন মঞ্জুর করেন।

শেয়ার করুন