মোরার হানা উপকূলে

শিশুসহ ৮ জনের মৃত্যু * ৪০ হাজার বাড়িঘর বিধ্বস্ত * আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোরা। চট্টগ্রামসহ উপকূলের অন্য জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করতে না পারলেও ধ্বংসের ছাপ রেখে গেছে কক্সবাজারে। মোরার তাণ্ডবে এ জেলার প্রত্যন্ত অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। চার ঘণ্টাব্যাপী তাণ্ডবলীলায় কক্সবাজারের বিভিন্ন স্থানে অন্তত ৩০ হাজারের বেশি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অগণিত গাছপালা। বিদ্যুতের খুঁটি। ফলে পুরো জেলায় বিদ্যুৎ বিপর্যয় নেমে এসেছে।  উপকূলসংলগ্ন জেলা প্রশাসনগুলোর দাবি আগাম সতর্কতা এবং আগেই লোকজনকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেয়ার কারণে জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে।

এদিকে এ জেলায় ৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মোরা। কক্সবাজার ছাড়া উপকূলের আরও কয়েকটি জেলায় এ ঝড় আঘাত হেনেছে। চট্টগ্রামে অন্তত ১০ হাজার কাঁচাবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ভোলায় মারা গেছে এক শিশু। আর রাঙ্গামাটিতে মারা গেছে ২ জন। বরগুনার আমতলীতে ২৫টির মতো গ্রাম প্লাবিত হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে সুপার সাইক্লোন মোরা উপকূল তথা কক্সবাজারে আঘাত হানে। পরে প্রচণ্ড ঝড়ো হাওয়া নিয়ে মহেশখালী-কুতুবদিয়ার উপকূল ছুঁয়ে চট্টগ্রাম-হাতিয়া-সন্দ্বীপের দিকে অগ্রসর হয়। এ সময় সাগরে ভাটা ছিল। এ কারণে অতিরিক্ত জলোচ্ছ্বাস থেকে রক্ষা পায় উপকূলের মানুষ। আঘাত হানার সময়টিতে জোয়ার থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। ঝড়টি ইতিমধ্যে দুর্বল হয়ে স্থল নিন্মচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা আবহাওয়া অফিস জানায়, প্রচণ্ড বেগে উপকূল অতিক্রম করার সময় ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৬ কিলোমিটার। মোরা দুর্বল হয়ে পড়ায় বিপদ সংকেত ৩ নম্বরে নামিয়ে আনা হয়েছে। ঝড়টি উপকূল অতিক্রম করার পর দেশের অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

শেয়ার করুন