রমজানজুড়ে বিশেষ সুযোগ চসিকের
সারচার্জ ছাড়াই গৃহকর, পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের সুবিধা

পবিত্র রমজানজুড়ে কোন প্রকার সারচার্জ ছাড়াই গৃহকর, পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি গ্রহণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরবাসীকে এ বিশেষ সুবিধা গ্রহণের আহবান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আগামী ২৯ জুন পর্যন্ত এ সুযোগ পাবেন নগরবাসী।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন সবুজ, সুন্দর সমৃদ্ধ বিশ্বমানের নগরী গড়তে এবং নগরবাসীর প্রাপ্য নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করতে গৃহকর ও রেইট (পৌরকর) এবং ট্রেড লাইসেন্স ফি আদায় অত্যন্ত জরুরী বিধায়_এমন সিদ্ধান্ত নিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চসিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরবাসীর সুবিধার্থে মেয়র পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ পহেলা জুন থেকে ২৯ জুন পর্যন্ত গৃহকর ও রেইট (পৌরকর) এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করলে ১০০% সারচার্জ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  নগরবাসী আগামী ২৯ জুন পর্যন্ত সারচার্জ ছাড়াই হালনাগাদ গৃহকর ও রেইট (পৌরকর) এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করতে পারবেন।

শেয়ার করুন