ইসহাক-আহবায়ক ফেরদৌস-সচিব, মামুন রাজা-সমন্বয়কারী
ডিসি হিল প্রাঙ্গণে হবে ঈদ আনন্দ-উৎসব

শেখ মাহমুদ ইসহাক-আহবায়ক, আবদুল মান্নান ফেরদৌস-সদস্য সচিব, সংগঠক কে.এম মামুন রাজাকে সমন্বয়কারী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের পৃষ্ঠপোষকতায় নজরুল স্কয়ার ডিসি হিল প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনায় বণার্ঢ্য আয়োজনে সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদযাপিত হবে।  এ লক্ষ্যে এক প্রস্তুতি সভ অনুষ্ঠিত হয়েছে। সভায় নগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মাহমুদ ইসহাককে আহবায়ক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌসকে সদস্য সচিব, সংগঠক কে.এম মামুন রাজাকে সমন্বয়কারী করে ১০১ সদস্য বিশিষ্ট সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদ্যাপন পরিষদ কমিটি গঠন করা হয়।

নগরবাসিকে আনন্দ ও বিনোদনে উদ্দীপ্ত করার লক্ষ্যে আগামী ২৮ জুন-১লা জুলাই চার দিনব্যাপী ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠানমালায় প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানসূচীতে রয়েছে আলোচনা সভা, বেতার টেলিভিশন ও নবপ্রজন্মের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে সংগীতানুষ্ঠান, দলীয় নৃত্যানুষ্ঠান, বৃন্দ আবৃত্তি, যাদু, মুকাভিনয়, মঞ্চ নাটক, চলচ্চিত্র প্রদর্শনী এছাড়া বিভিন্ন দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতা।

এ লক্ষে (৩১ মে) বুধবার সকালে নগরীর মোমিন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও নগর আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে ও অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব সফর আলী, মুক্তিযোদ্ধা আবু সাঈদ সর্দার, শিক্ষাবিদ ড. জাকির হোসেন, ড. জিনবোধি ভিক্ষু, চসিক প্যানেল মেয়র অধ্যাপক নিছার উদ্দিন আহমেদ মনজু, চসিক কাউন্সিলর জহুরুল আলম জসিম, কাউন্সিলর এরশাদ উল্লাহ, কাউন্সিলর আবিদা আজাদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সিটি মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ, আবদুল মান্নান ফেরদৌস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সাংস্কৃতিক সংগঠক মামুন রাজা, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভি.পি এড. কামরুল আজম চৌধুরী টিপু, সাবেক সভাপতি টিপু শীল জয়দেব, শিল্পী কাজল দত্ত, অচিন্ত্য কুমার দাশ, মো: হেলাল উদ্দিন, সুতপা চৌধুরী।

প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য মো: ইসহাক মিয়াকে প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমিন, সংসদ সদস্য এম.এ. লতিফ, সদস্য সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে উপদেষ্টা করা হয়।

শেয়ার করুন