ঐকতান পরিবারের ষোল বছর পদার্পণ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

”ছাত্র-ছাত্রীরা সৃজনশীল বই না পড়লে পুঁথিগত বিদ্যা দিয়ে সমাজের কোন কাজে আসবেনা। তাছাড়া সবাইকে মানবিক হতে হবে। তাহলে আমরা আগামী বাংলাদেশের যে স্বপ্ন দেখছি তা সহজে বাস্তবায়ন হবে।”

গতকাল মধ্যম হালিশহর ঐকতান পরিবারের ষোল বছর পদার্পণ উপলক্ষে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে অতিথিরা এই অভিমত ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম । সন্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার রাশেদ হাসান, শিক্ষবিদ আবদুস ছালাম, মতিলাল দে, সমাজসেবক আশীষ কান্তি মুহুরী চিত্রশিল্পি সঞ্জিত দত্ত ও মোর্শেদ আলম ।
লিটন দাশের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অশোক চোধুরী, লিংকন দে সান্টু, সৌরভ শীল, টুটুল দাশ, সুমন কান্তি দে প্রমুখ। আলোচনা শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐকতান আবৃত্তি দল আবৃতি পরিবেশন করেন । সঞ্চালনায় ছিলেন যিশু দে। #
ছবির ক্যাপসন: ঐকতান পরিবারের ষোল বছর পদার্পণ উপলক্ষে গতকাল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্যানেল মেয়র আফরোজা কালাম।

নয়াবাংলা/এইচএম

শেয়ার করুন