চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতির প্রতিক্রিয়া
এডিবি শতভাগ বাস্তবায়ন হলে জিডিপি ৭.৫ ছাড়িয়ে যাবে

দেশের ইতিহাসে সব চেয়ে বড় ৪ লাখ ২৬৬ কোটি টাকার সাহসী বাজেটকে ধন্যবাদ জানিয়েছে মেট্রোপলিটর চেম্বার সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন-বাজেটে উন্নয়ন প্রস্তাবনা দেখে আমরা মনে করছি যে এই বাজেট আসলেই একটি গণ-উন্নয়ণমূখী বাজেট, যা দেশের জনগনের মঙ্গলের লক্ষ্যেই প্রনীত হয়েছে। তবে লক্ষ্যনীয় হবে, সংশ্লিষ্ট সকল সরকারী সংস্থা কর্তৃক এডিবি বাস্তবায়ন হার শতভাগ নিশ্চিত করা।

এডিবি শতভাগ বাস্তবায়ন হলে এই ব্যবসায়ী নেতা আশা করেন, দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও বন্দর উন্নয়ন হলে প্রচুর বৈদেশিক বিনিয়োগ, শিল্পায়ণ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ফলে বাংলাদেশের জিডিপি ৭.৫ ছাড়িয়ে যাবে।

বাজেট প্রনয়নে নানামূখী নির্দেশনা দেয়ার মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন-বাজেট প্রনয়নের প্রাক্কালে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মেলন কক্ষে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাবনা দিয়েছিলাম তার মধ্যে :-

(১) দেশের শিপিং বাণিজ্যে নানাবিধ সমস্যা সমাধানে ফরওয়ার্ডিং লাইসেন্সের বিধিমালা এসআরও ১৮/২০০৮ ধারা ২১ মতে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিসহ আরবিট্রেশন কমিটি গঠন করায় মাননীয় চেয়ারম্যানকে ধন্যবাদ।

(২) দেশের রপ্তানিমূখী শিল্প সুরক্ষায় অগ্নি-নির্বাপক ও অগ্নি প্রতিরোধক ইত্যাদিতে ৫% সহায়ক শুল্ক সুবিধা প্রদানের জন্য অর্থমন্ত্রী ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানাই। যা দেশের শিল্প নিরাপত্তায় বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।

(৩) ভ্যাট বিষয়ে আমরা প্রতিবেশী দেশ সমূহের ন্যায় ভ্যাট হার অনুসরন ইত্যাদি বিষয়ে প্রস্তাব করেছিলাম। যাতে ১৫% কিছু নিচে সহনীয় পর্যায়ে আনা হয় তার জন্য আমরা পুনরায় সুপারিশ জানাই। আশা করি মাননীয় অর্থমন্ত্রী ভ্যাট হার কমানোর আশ্বাস প্রদান বক্তব্য মতে উক্ত ভ্যাট হার একটা সহনীয় পর্যায়ে নেমে আসবে।

(৪) আয়কর বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, কর্পোরেট ট্যাক্স আরও কমালে ব্যাংক সুদ সিঙ্গেল ডিজিটে আনা সম্ভব হবে।

(৫) দেশীয় শিল্প সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে আমরা কিছু প্রস্তাবনা রেখেছিলাম, বিবেচনার এখনও যেহেতু সময় আছে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য আমরা আবারও প্রস্তাব করছি।

এছাড়া কৃষিজাত পন্য সহ বেশ কিছু পন্যের উপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব আসায় আমরা গন-উন্নয়নমূখী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং এ তালিকায় আরও কিছু অত্যাবশ্যকীয় পন্য যুক্ত করার সুপারিশ করছি।

(৬) বিড়ি/সিগারেট ইত্যাদির উপর কর বৃদ্ধির প্রস্তাব সময়োপযোগী বলে আমরা মনে করি।

(৭) কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জ্বালানী খাতে আরও বরাদ্দ বৃদ্ধি হয়েছে এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। মেট্রোপলিটন চেম্বার মনে করে_এ খাতে আরও বরাদ্দ বৃদ্ধি পেলে দেশের খাদ্যে স্বয়ং সম্পূর্নতা সহ শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পেয়ে আমরা সহসা মধ্যম আয়ের দেশে পদার্পণ করতে পারব।

শেয়ার করুন