পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবলীগের মানববন্ধন
সিন্ডিকেট-ব্যবসায়ীদের গ্রেফতার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবিতে মানব বন্ধন করেছে পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবলীগ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবিতে মানব বন্ধন করেছে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবলীগ আহবায়ক কমিটি।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওয়ার্ড যুবলীগের আহবায়ক মো: সেলিম বলেন, রমজান মাস আসলেই সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরত্ম বেড়ে যায়। খাতুনগঞ্জ ও চাক্তাই কেন্দ্রিক এক শ্রেণীর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। তিনি এ সকল সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার এবং পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখারও জোর দাবি জানান।

যুগ্ম আহবায়ক কামরুল হাসান বলেন, আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে সিন্ডিকেট ব্যবসায়ীরা রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে এ ধরনের ষড়যন্ত্র করছে। তিনি সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান।

এছাড়া মানববন্ধনে অংশ নেন মো: মুজিবুল হক, সদস্য সচিব মো: ওসমান, সদস্য মো: ইছা, মো: ইমরান, মো: করিম, মো: জসিম, মো: জোবায়ের, মো: বাচ্চু, মো: হাশেম, মো: জাহাঙ্গীর আলম, মো: খোকন, মো: জাহেদ, মো: খোরশেদ, মো: হোসেন, মো: ইব্রাহিম প্রমুখ।

শেয়ার করুন