মিরসরাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই: মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২১ ফেব্রæয়ারি) প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা পরিষদ, বিভিন্ন প্রশাসনিক দপ্তর সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, বাংলাদেশ আওয়ামীলীগ, মিরসরাই পৌরসভা, উপজেলা ছাত্রলীগ, মিরসরাই প্রেস ক্লাব, মিরসরাই উপজেলা বিএনপি সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউছুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রকাশনা সম্পাদক আজমল হোসেন, সাধারণ সদস্য সাফায়েত মেহেদী, শিবলু উদ্দীন।

নয়াবাংলা/এইচএস

শেয়ার করুন