মহেশখালে বাঁধ
‘এসি রুম’ ছেড়ে আবর্জনা অপসারণের আহ্বান সুজনের

চট্টগ্রাম : নগরীর মহেশখালের বাঁধের কারণেই জলাবদ্ধতা বলে অভিযোগ_এমন করেছেন মহেশখালের বাঁধ অপসারণ আন্দোলনের নেতৃত্বদানকারী নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।  মহেশখালের বাঁধের কারণে সৃষ্ট দুর্ভোগ নিরসনে বন্দর ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের ‘এসি রুম’ ছেড়ে আবর্জনা অপসারণের আহ্বান জানান আওয়ামী লীগ নেতা।

শনিবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে সুজন বলেন, ঘূর্ণিঝড় মোরা পরবর্তী ভারী বর্ষণ ও মহেশখালের ওপর অপরিকল্পিত বাঁধের কারণে আগ্রাবাদ ও হালিশহরের পানিবন্দি লাখ লাখ মানুষ নিদারুণ কষ্ট ভোগ করছে।  “বাঁধের কারণে জোয়ার-ভাটার স্বাভাবিক গতি প্রবাহ না থাকায় সংলগ্ন খাল-নালায় পলি ও আবর্জনা জমে ভরাট হয়ে গেছে। তাই পানিবন্দি মানুষের কষ্ট অসহনীয় পর্যায়ে চলে গেছে।”

স্থানীয়দের নিয়ে বাঁধের বিরুদ্ধে আন্দোলনকারী সুজন বলেন, এ অবস্থায় সিটি করপোরেশন, বন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনো বিভাগকেই দেখা যায়নি বর্জ্য পরিষ্কার বা সংকট নিরসনে উদ্যোগ নিতে।  “এসি রুম আর ইস্ত্রির ভাজ করা পোশাক ছেড়ে বেরিয়ে এসে জনগণের দুঃখ লাঘবে শরিক হন।”

খাল-নালায় পানির স্বাভাবিক গতি প্রবাহ না থাকায় আর্বজনা, প্লাস্টিক ও পলি জমে এলাকাবাসীর দুর্ভোগ বাড়িয়েছে বলেও মন্তব্য করেন সুজন। তিনি বলেন, ময়লার দুর্গন্ধে এলাকার বাতাস ভারি হয়ে আছে। রোগ-বালাই ছড়াচ্ছে।

“নষ্ট হয়েছে সামান্য উপার্জনে তিলে তিলে গড়া সঞ্চয়ের মাধ্যমে কেনা আসবাব-কাপড় আর গৃহস্থালি জিনিসপত্র। মা ও শিশু হাসপাতালে পানি ঢুকে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়।”

গত দুই বছরে বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে ক্ষতির পরিমাণ উল্লেখপূর্বক সনদ নিয়ে তা বন্দর কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের আবেদনের সাথে জমা দেওয়ার আহ্বান জানান সুজন।

বন্দর কর্তৃপক্ষের ‘ভুলের’ কারণেই বাঁধে ক্ষতিগ্রস্ত হয়ে এলাকাবাসী সহায়-সম্বল হারাচ্ছেন বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

২০১৫ সালের অক্টোবরে চট্টগ্রামের বিশেষজ্ঞ ও স্থানীয়দের একাংশের বাধা উপেক্ষা করে মহেশখালের মাঝ বরাবর রিপাবলিক ক্লাব সংলগ্ন অংশে বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ।

এরপর ২০১৬ সালে তিন বার পানিতে তলিয়ে যায় বাঁধের উজানের বসতি। একবার বাঁধ কাটতে গিয়ে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষও হয়।

৩০ মে ঘূর্ণিঝড় মোরা আঘাত হানার পর বৃষ্টি ও জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতা বুধবার থেকে শুরু হয়ে ছিল শুক্রবার পর্যন্ত।

বাঁধের উজানের গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলল হাবিবুল হক উদ্যোগ নিয়ে বন্দর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় বাঁধের মুখ খুলতে পারেননি।

স্থানীয়রা অস্থায়ী স্লুইস গেটের পাইপ থেকে পাথর সরিয়ে এবং বাঁধের ডাইভারশান খাল দিয়ে পানি চলাচল উন্মুক্ত করে। টানা দুদিন পানি নামার পর শুক্রবার বিকেলে জলাবদ্ধতামুক্ত হয় বেশিরভাগ এলাকা।

শনিবারও আগ্রাবাদ বেপাড়ি পাড়াসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সময়ে আটকে পড়া পানি সরেনি।

এরমধ্যে বৃহস্পতিবার নগর ভবনে এক সভায় বাঁধটি অপসারণের সিদ্ধান্তের কথা জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ওই সভায় বাঁধটির বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

শেয়ার করুন