মিতু হত্যার একবছর
‘নিখোঁজ’ মুছায় রহস্যাবৃত মিতু হত্যা ?

সোমবার (৫ জুন) এক বছর পূর্ণ হলো সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী আলোচিত মিতু হত্যা।  নৃশংস এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি কামরুল সিকদার ওরফে আবু মুছা সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের বিশ্বস্ত সোর্স।  মামলার তদন্ত কর্মকর্তা এডিসি কামরুজ্জামান বলেন-‘মুছা সিকদারই অন্য খুনিদের ভাড়া করে মিতুকে খুন করেছে।’ তবে পুলিশ মুছার হদিস পায়নি এখনো। আর মুছার স্ত্রী বলছে মুছাকে নগরীর বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।  বলাচলে ‘নিখোঁজ’ মুছায় আটকে আছে মিতু হত্যারহস্য?

এ প্রসঙ্গে নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘মুছা গ্রেফতার হলেই মিতু খুনের নির্দেশ দাতা কে তা জানা যাবে। তাকে তো আমরা খুঁজছি।’

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এডিসি মো. কামরুজ্জামান বলেন, ‘ইতোপূর্বে ধরা পড়া আসামিদের স্বীকারোক্তি মতে, মিতু খুনের অন্যতম আসামি মুছা সিকদার।  মিতুকে হত্যার জন্য অস্ত্র সরবরাহ করেছিল এহতেশামুল হক ভোলা। তার অস্ত্র দিয়েই মিতুকে গুলি করা হয়েছিল।’

তবে মুছার স্ত্রী পান্না আকতারের দাবি, তার স্বামীকে পুলিশ গত বছর ২২ জুন নগরের বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছিল। এরপর থেকে মুছার ‘খোঁজ’ নেই।  পুলিশের ভাষ্য, মুছাকে ধরা গেলে মিতু খুনের রহস্য উদঘাটন হবে। তবে সে মুছা কোথায়, আদৌ কি সে বেঁচে আছে নাকি গুম হয়ে গেছে তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, মিতু হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল মুছা, ওয়াসিম, নবী, আনোয়ার, রাশেদ, শাহজাহান ও কালু। অস্ত্র সরবরাহ করেছিল ভোলা। এর মধ্যে ওয়াসিম, আনোয়ার, ভোলা এবং শাহজাহান মিতু হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি। নবী ও রাশেদ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। পলাতক আছে মুছা ও কালু।

এর মধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ওয়াসিম ও আনোয়ার। তারা মুছার নির্দেশেই মিতু হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জবানবন্দিতে স্বীকার করেন। পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘মুছার নির্দেশে এবং তদারকিতে মিতু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখন জানার বিষয় হচ্ছে মুছা স্বপ্রণোদিত হয়ে অথবা কারও নির্দেশে অথবা কেউর হয়ে খুন করেছে কিনা? এ উত্তর পেতে মুছাকে পাওয়া জরুরি।’
মুছার স্ত্রী পান্না আকতারের অভিযোগ, মুছাকে ধরার পর আরও কয়েকজন আসামিসহ তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বাবুল আকতারের মুখোমুখি জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। জিজ্ঞাসাবাদ শেষে অন্যদের চট্টগ্রাম ফিরিয়ে আনা হলেও ফিরিয়ে আনা হয়নি তার স্বামী মুছাকে। তার ভাগ্যে কি ঘটেছে জানেন না বলে অভিযোগ করেন পান্না।

মিতু খুনের ৫ মাসের মাথায় মুছাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। সিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছিলেন পুলিশ কমিশনার। পুরস্কার ঘোষণাকে ‘নাটক’ বলে মন্তব্য করেন মুছার স্ত্রী পান্না। পান্নার দাবি, চোখের সামনেই তার স্বামী মুছাকে তুলে নিয়ে গেছে পুলিশ। পুলিশ মুছার হদিস অবশ্যই জানে। মিতু খুনে জড়িত তিন খুনির দুজনের লাশ (রাশেদ ও নবী) পড়েছে। মুছা কী জীবিত নাকি তাকে মেরে ফেলা হয়েছে সেটি জানা গেল না এক বছরেও।

গত বছর ৫ জুন সকালে নগরের ও আর নিজাম রোডে নিজের শিশু সন্তানের সামনে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মিতুকে। এ ঘটনায় বাবুল আকতার বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের মধ্যেই বাবুল আকতার, তার বাবা-মা ও মিতুর বাবা-মা পৃথক সময়ে নগর গোয়েন্দা কার্যালয়ে এসে তদন্তকারী কর্মকর্তার সাথে দেখা করেছেন। অভিযোগ উঠে, পরকীয়ার জের ধরে বাবুল আকতার মিতুকে খুন করতে নির্দেশ দেয়। তবে এ অভিযোগের সত্যতা পায়নি পুলিশ।

২০১৬ সালের ২৪ জুন রাতে ঢাকার বনশ্রী এলাকায় তার শ্বশুরের বাসা থেকে তুলে নিয়ে বাবুল আকতারকে টানা ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মামলার বাদিকে আসামির মতো তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় হত্যাকাণ্ডের কারণ নিয়ে সেসময় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

শেয়ার করুন