সংবাদ সম্মেলনে অভিযোগ
সাউথল্যান্ড সেন্টারে ব্যবসা প্রতিষ্ঠানে বাধা প্রভাবশালী ব্যবসায়ীর

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যবসায়ী সুমনের মা তাহেরা বেগম। ছবি : নয়াবাংলা

আগ্রাবাদ সাউথল্যাণ্ড সেন্টারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানের সামনে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসায় বাধা প্রদান করছে মার্কেটের এক প্রভাবশালী ব্যবসায়ী। এতে ওই মুক্তিযোদ্ধার পরিবারটি অসহায়ত্বে ভোগছে। প্রভাবশালী ঐ ব্যবসায়ী বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার পরিবারটিকে ভয়-ভীতিও প্রদর্শন করছে। তিনি কোন আইনের তোয়াক্কা করছে না।

রোববার (৪ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছে সাউথল্যান্ড সেন্টারের ব্যবসায়ী সৈয়দ লতিফুল বারি সুমন ও তার পরিবার।
লিখিত বক্তব্যে সুমন বলেন, মার্কেটের নিচ তলায় আমার একটি ফার্মেসী রয়েছে। পাশ্ববর্তী দোকানদার মো. সগীর আমার দোকানের প্রধান সার্টারের সামনে তার দোকানের মালামাল রেখে আমার দোকান ঘিরে রেখেছে। আমি মালামাল সরাতে বললে সে আমাকে হুমকি দিতে থাকে।
তিনি বলেন, আমি বিষয়টি থানায় অবহিত করি। পরে আমার মা ও বোনকে নিয়ে দোকান খুলতে গেলে তারা আমাদের নাজেহাল করে। আমার মা-বোনকে ধাক্কা মারে। এক পর্যায়ে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সগীর, আলম ও জামাল মিলে অবৈধভাবে আমার উপর জোর করে এমন কাজ করছে। তারা সাবেক এক এমপির নাম ভাঙ্গিয়ে আমাদের ভয় দেখাচ্ছে।

সুমন বলেন, বিষয়টি সমাধানের জন্য মার্কেটের মালিক লতিফ আনোয়ার চৌধুরীসহ স্থানীয় কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মার্কেটের ব্যবসায়ীদের বিষয়টি জানিয়েছি। কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তি কারো কথায় কর্ণপাত করছে না। আমার পরিবারের প্রধান অবলম্বন এ দোকান বাঁচাতে সবার সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে সুমনের মা তাহেরা বেগম ও বোন লতিফা ইয়ামিন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন