বিশ্ব পরিবেশ দিবসের সভায় বক্তারা
আসুন নিজের স্বার্থেই দেশকে সবুজায়ন করি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা কৃষকের সন্তান পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : প্রতিজনে একটি করে গাছের চারা লাগান, পাহাড় কাটা বন্ধ করুন, বন্য প্রাণী সংরক্ষণ করুন, পরিবেশ বিধ্বংসী ইটভাটা নির্মাণ বন্ধ করুন, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেদের বাঁচতে আসুন সবাই মিলে দেশকে সবুজায়ন করি-এই আহবানে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে আমরা কৃষকের সন্তান পরিষদ কেন্দ্র্রীয় কমিটি।

রবিবার (৫জুন) সকাল ১১টায় সংগঠনের ৪০ মোমিন রোড কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি সুভাষ চৌধুরী টাংকুর সভাপতিত্ব করেন।

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন বাদল। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক কাঞ্চন মহাজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গণ সংযোগ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, সংগঠনের সহ-সভাপতি মো. আবু মনছুর, বিজয় ৭১’ র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ আর.কে রুবেল,  ডাঃ এস,এম সরকার, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, চট্টগ্রাম চক সুপার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক পরিমল দত্ত, বৃহত্তর চট্টগ্রাম প্রাথমিক ডেন্টাল এসোসিয়েশনের সিনিয়র সভাপতি মোঃ জামাল উদ্দিন,সংগঠক বিপ্লব দাশ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি আসিফ ইকবাল।

বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান রহিম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, আরেফিন আরিফ, তৌহিদুল ইসলাম খান, সমীর পাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন-‘বায়ুদুষণ, শব্দদূষণ, পানিদূষণ, গাড়ির কালো ধোঁয়া, সারাদেশ ব্যাপী পরিবেশ বিধ্বংসী ইটভাটা নির্মাণ, পাহাড় কাটা, পাহাড়ে আগুন ও বনজ সম্পদ কেটে উজাড় করার ফলে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটছে। এর থেকে উত্তোরণের জন্য প্রকৃতিকে তার নিজস্ব স্বকীয়তায় রাখার  আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, পরিবেশ রক্ষার মূল চালিকা শক্তি কৃষক। কারণ কৃষকেরাই দেশকে সবুজে সবুজায়ন করে। বক্তারা দেশবাসীর কাছে পরিবেশ সুরক্ষার জন্য পরিবেশ বান্ধব বিভিন্ন গাছ লাগিয়ে দেশকে সবুজায়ন করার আহবান জানান।

শেয়ার করুন