রমজানে সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট মুক্ত রাখতে;
কুমিরা হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাঁড়াশি অভিযান শুরু করেছে কুমিরা হাইওয়ে পুলিশ। রমজান ও ঈদে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করতে ও মহাসড়কে যানজট, চাঁদাবাজি বন্ধ পূর্বক যাত্রা নিরাপদ করতে এই তৎপরতা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান রমজান থেকে মহাসড়কে সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ বিশেষ তৎপরতা শুরু করেছে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল্লাহের নেতৃত্বে সার্জেন্ট অপুল ঘোষ, এস.আই বিপ্লব চন্দ্র নাহা,এস.আই মোজাম্মেলসহ ফাঁড়ির অন্যান্য সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পূর্বের তুলনায় টহল বৃদ্ধি করেছেন। তারা সড়ক যানজট মুক্ত রাখতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্স বিহীন চালক ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে মামলা, অনুমোদন বিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা, পরিবহনে চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখল মুক্ত রাখাসহ নানামুখী কর্ম তৎপরতা শুরু করেছেন। এর ফলে ইতিবাচক প্রভাব পড়েছে এ এলাকায়। সাধারণ মানুষ অনেকটা নির্বিঘ্নে চলাচল করছেন। তাই পুলিশের এই তৎপরতা অব্যহত রাখার দাবী জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল্লাহ জানান, আমি কুমিরা পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই আমার এলাকা বড়দারোগারহাট থেকে শুকলালহাট পর্যন্ত সবসময় যানজট মুক্ত রাখাসহ এখানে অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ পার্কিং ও পরিবহনে চাঁদাবাজি বন্ধসহ যাত্রীরা যেন নিরাপদে চলাচল করতে পারেন সে চেষ্টা অব্যহত রেখেছি। এখন রমজান মাস, সামনে ঈদ। এ উপলক্ষে পূর্বের চেয়েও আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি। যাতে করে এখন থেকে ঈদের আগে-পরে যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে ও কর্মস্থলে যোগ দিতে পারেন সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুর্ঘটনা কমানোর লক্ষ্যে লাইসেন্স বিহীন চালক ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছি। এসব লক্ষ্য বাস্তবায়নে ফাঁড়ির অন্যান্য সদস্যরাও কাজ করে চলেছেন বলে জানান তিনি।

শেয়ার করুন